চাঁদপুরে ঘুরতে বেরিয়ে পালাতে হলো পুলিশের তাড়া খেয়ে
লকডাউনের বিধিনিষেধ উপেক্ষা করে চাঁদপুরের একমাত্র বিনোদন কেন্দ্র বড় স্টেশন মূলহেড তিন নদীর মোহনায় ঘুরতে বেরিয়েছিলেন বেশকিছু মানুষ। শনিবার (৩ জুলাই) বিকেলে শহরের বিভিন্ন এলাকা থেকে আসা দর্শনার্থীরা সেখানে ভিড় জমান। তবে পুলিশ এলে ঘটনাস্থল থেকে পড়িমড়ি করে পালান তারা।
চাঁদপুর শহরের একমাত্র পর্যটনকেন্দ্র বড়স্টেশন মোলহেড। এখানে সবসময়ই লোক সমাগম থাকে। কঠোর বিধিনিষেধের মধ্যেও এদিন সেখানে বেশকিছু মানুষ জড়ো হয়। নারী-পুরুষ নির্বিশেষে মানুষের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। খবর পেয়ে বিকেলে পুলিশ এসে তাদের সেখান থেকে সরিয়ে দেয়।
এদিকে, লকডাউন বাস্তবায়নে এদিন ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত কঠোর অবস্থানে ছিল চাঁদপুর জেলা প্রশাসন, সেনাবাহিনী, বিজিবি, আনসার ব্যাটালিয়নসহ পুলিশ। কিন্তু তাদের চোখ এড়িয়েই দর্শনার্থীরা বড় স্টেশন মোলহেডে ভিড় জমান।
এ বিষয়ে জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ বলেন, ‘মানুষকে নিজে থেকেই সচেতন হতে হবে। জোর করে কাউকে সচেতন করা যায় না। আমরা শিক্ষিত জনগোষ্ঠীর কাছে কখনোই এমনটা আশা করি না। যারা বোঝেন না তাদেরকে সচেতন করার লক্ষ্যে আমরা বিভিন্ন প্রচার প্রচারণা চালাই। শিক্ষিতদের কাছে আমদের আশা তারা নিজেরা সচেতন থাকবে এবং অন্যকে সচেতন করতে কাজ করবে।’
তিনি আরও বলেন, ‘বর্তমানে চাঁদপুরের শনাক্তের হাত ৪২ শতাংশ। চাঁদপুরে এখনও কোনো আইসিইউ উপস্থাপন করা হয়নি বা উন্নত চিকিৎসা দেয়ারও পর্যাপ্ত ব্যবস্থা নেই। অসচেতনতার কারণে আক্রান্তের সংখ্যা আরও বাড়লে ভয়াবহ পরিণতিতে পড়তে হবে চাঁদপুরবাসীকে। আমি পুরো চাঁদপুরবাসীকে অনুরোধ জানাই আমাদেরকে যাতে এমন ভয়াবহ পরিণতির দিকে যেতে না হয়। সেজন্য সবাইকে সচেতন হয়ে সরকারি আইন মেনে চলতে হবে।’
নজরুল ইসলাম আতিক/এসএস