ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

সোনারগাঁয়ে জুয়ার আসর থেকে আটক ৫

সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) | প্রকাশিত: ০৬:৩৯ পিএম, ০৪ জুলাই ২০২১

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের মোগরাপাড়া থেকে পাঁচ জুয়াড়িকে হাতেনাতে আটক করেছে র‌্যাব। এসময় তাদের কাছ থেকে জুয়া খেলার ৩১ হাজার ৬৫৫ টাকা ও জুয়ার সরঞ্জামাদি জব্দ করা হয়।

রোববার (৪ জুলাই) সন্ধ্যা ৬টায় র‍্যাব-১১ এর সহকারী পুলিশ সুপার (এএসপি) সম্রাট তালুকদার স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এর আগে ভোর ৫টায় তাদের আটক করা হয়। আটকরা হলেন, আমীর হাসন (৩৭), মুকুল হাসন (৩৮), শাহীন হাসান (৪০), শ্রী নিকাশ চন্দ্র দাস (৩৯) ও জাহিদুল হক (৩৮)।

jagonews24

র‍্যাব জানায়, একটি সংঘবদ্ধ চক্র উপজেলার মোগরাপাড়া বাজারে রমজানের চায়ের দোকানের পেছনের ফাঁকা ঘরে বেশ কিছুদিন ধরে জুয়ার আসর চালাচ্ছিলেন। কখনো গোপনে আবার কখনো কখনো প্রকাশ্যে চলতো এ জুয়ার আসর। সেখান প্রায় শতাধিক মানুষ নিয়মিত জুয়া খেলায় অংশগ্রহণ করতেন। আটকদের বিরুদ্ধে আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন।

এস কে শাওন/এসএমএম/জেআইএম