সোনারগাঁয়ে জুয়ার আসর থেকে আটক ৫
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের মোগরাপাড়া থেকে পাঁচ জুয়াড়িকে হাতেনাতে আটক করেছে র্যাব। এসময় তাদের কাছ থেকে জুয়া খেলার ৩১ হাজার ৬৫৫ টাকা ও জুয়ার সরঞ্জামাদি জব্দ করা হয়।
রোববার (৪ জুলাই) সন্ধ্যা ৬টায় র্যাব-১১ এর সহকারী পুলিশ সুপার (এএসপি) সম্রাট তালুকদার স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এর আগে ভোর ৫টায় তাদের আটক করা হয়। আটকরা হলেন, আমীর হাসন (৩৭), মুকুল হাসন (৩৮), শাহীন হাসান (৪০), শ্রী নিকাশ চন্দ্র দাস (৩৯) ও জাহিদুল হক (৩৮)।

র্যাব জানায়, একটি সংঘবদ্ধ চক্র উপজেলার মোগরাপাড়া বাজারে রমজানের চায়ের দোকানের পেছনের ফাঁকা ঘরে বেশ কিছুদিন ধরে জুয়ার আসর চালাচ্ছিলেন। কখনো গোপনে আবার কখনো কখনো প্রকাশ্যে চলতো এ জুয়ার আসর। সেখান প্রায় শতাধিক মানুষ নিয়মিত জুয়া খেলায় অংশগ্রহণ করতেন। আটকদের বিরুদ্ধে আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন।
এস কে শাওন/এসএমএম/জেআইএম
সর্বশেষ - দেশজুড়ে
- ১ ‘জয় বাংলা’ স্লোগান নিয়ে বিএনপির দুই গ্রুপে সংঘর্ষ, আহত ৭
- ২ নারায়ণগঞ্জে শীতের রাতেও তারেক রহমানের অপেক্ষায় হাজারো মানুষ
- ৩ বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীর নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ, আহত ২০
- ৪ আওয়ামী লীগ ছাড়া নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচন সম্ভব নয়
- ৫ তাহাজ্জুদ পড়ে ভোট কেন্দ্রের সামনে গিয়ে ফজরের জামায়াত করবেন