কোরবানির গরুকে গোসল করাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল কৃষকের
ফাইল ছবি
ফরিদপুরের চরভদ্রাসনে কোরবানির গরু গোসল করাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সেখ বিল্লাল (৫২) নামে এক কৃষক নিহত হয়েছেন।
রোববার (৪ জুলাই) বিকেলের দিকে উপজেলার গাজিরটেক ইউনিয়নের ছিটাডাঙ্গী গ্রামে এ দুর্ঘটনা ঘটে। বিল্লাল ওই গ্রামের মৃত কালু সেখের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, কৃষক বিল্লাল সেখ জমিজমা চাষাবাদ করে সংসার চালাতেন। ঘটনার দিন বিকেলের দিকে তিনি কোরবানিতে বিক্রির জন্য লালনপালন করা গরুকে গোসল করাতে ঘরের জানালা দিয়ে মোটরের সুইচ দিতে যান। এ সময় বিদ্যুৎস্পৃষ্ট হন বিল্লাল।
পরিবারের লোকজন তাকে উদ্ধার করে ফরিদপুর সদর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
গাজিরটেক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ইয়াকুব আলী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
এন কে বি নয়ন/এসজে/এএসএম