গৃহবধূর শ্লীলতাহানির মামলায় ঘটক কারাগারে
বগুড়ার ধুনট উপজেলায় অনৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায় এক গৃহবধূকে মারপিট ও শ্লীলতাহানির অভিযোগে করা মামলায় আব্দুল আজিজ ওরফে আজিদ (৫০) নামের এক ঘটককে গ্রেফতার করেছে পুলিশ। তিনি উপজেলার আনারপুর দহপাড়ার মহির আকন্দের ছেলে। তিনি একজন পেশাদার ঘটক।
সোমবার (৫ জুলাই) দুপুরের পর আদালতের মাধ্যমে তাকে বগুড়া জেলা কারাগারে পাঠানো হয়েছে। এর আগে রোববার (৪ জুলাই) রাতে অভিযান চালিয়ে নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।
মামলা সূত্রে জানা গেছে, উপজেলার আনারপুর গ্রামের হাচি সেখের ছেলে শিবলু (৩০) দীর্ঘদিন ধরে প্রতিবেশী ওই গৃহবধূকে কুপ্রস্তাব দিয়ে আসছিল। এতে রাজি না হওয়ায় তার ওপর ক্ষুব্ধ হয় বখাটে শিবলু। রোববার দুপুরে শিবলু তার লোকজন নিয়ে ওই গৃহবধূর বাড়িতে গিয়ে গালিগালাজ করতে থাকেন। এসময় প্রতিবাদ করায় ওই গৃহবধূ ও তার মেয়ে এবং মাকে মারধর করেন শিবলু ও তার লোকজন। একই সময় তারা গৃহবধূকে শ্লীলতাহানি করেন।
এ ঘটনায় গৃহবধূর মা বাদী হয়ে রোববার রাতে থানায় একটি মামলা করেন। মামলায় শিবলু ও আব্দুল আজিজসহ ছয়জনকে আসামি করা হয়েছে।
ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কৃপা সিন্ধু বালা বলেন, প্রাথমিক তদন্তে ঘটনার সত্যতার প্রমাণ পাওয়া গেছে। এ মামলার বাকি আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।
এসআর/এমএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ চট্টগ্রামে ১১ দলীয় জোটের আসন বণ্টন, ১৬ আসনে জামায়াতের ভাগে ৯
- ২ আচরণবিধি লঙ্ঘনের দায়ে বিএনপি সমর্থককে ১০ হাজার টাকা জরিমানা
- ৩ ফরিদপুরে ঐতিহ্যবাহী গরুদৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত
- ৪ সুনামগঞ্জে প্রার্থিতা ফিরে পেলেন বিএনপি ও এবি পার্টির প্রার্থী
- ৫ আচরণবিধি লঙ্ঘন করায় মিন্টুর ভাই আকবরকে ২০ হাজার টাকা জরিমানা