টিসিবি’র পণ্য কিনতে জটলা, মানা হচ্ছে না স্বাস্থ্যবিধি
সারাদেশের মতো বগুড়ার শাজাহানপুরে নিত্যপ্রয়োজনীয় পণ্য বিক্রি শুরু করেছে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)। পণ্য নিতে হুমড়ি খেয়ে পড়ছে নারী-পুরুষ। কেউ মানছে না স্বাস্থ্যবিধি। জটলা বেঁধে পণ্য কিনছেন তারা।
সোমবার (৫ জুলাই) দুপুরে উপজেলা সদর মাঝিড়া বন্দর এলাকায় দেখা গেছে, ১০০ টাকা লিটার দরে চার লিটার সয়াবিন তেল এবং ৫৫ টাকা কেজি দরে দুই কেজি চিনি ও ২ কেজি ডাল বিক্রি করা হচ্ছে। কিন্তু পণ্য নিতে আসা নারী-পুরুষ কেউ সামাজিক দূরত্ব মানছেন না।
টিসিবির ডিলার খান ট্রেডার্সের স্বত্বাধিকারীর ছেলে মারুফ খান জানান, সামাজিক দূরত্ব মেনে পণ্য নেয়ার জন্য নির্দিষ্ট দূরত্বে ক্রেতাদের গোল চিহ্নের ভেতর অবস্থান করতে বলা হয়েছে। কিন্তু কেউ তা মানছে না, বরং নিষেধ করলে অনেক ক্রেতাই উত্তেজিত হয়ে মারতে আসেন।
উপজেলা নির্বাহী অফিসার আসিফ আহমেদ জানান, টিসিবি’র ডিলারকে প্রথমবারের মতো সতর্ক করে দেয়া হয়েছে। পরে সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি না মেনে পণ্য বিক্রি করা হলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
জেডএইচ/এমএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ চট্টগ্রামে ১১ দলীয় জোটের আসন বণ্টন, ১৬ আসনে জামায়াতের ভাগে ৯
- ২ আচরণবিধি লঙ্ঘনের দায়ে বিএনপি সমর্থককে ১০ হাজার টাকা জরিমানা
- ৩ ফরিদপুরে ঐতিহ্যবাহী গরুদৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত
- ৪ সুনামগঞ্জে প্রার্থিতা ফিরে পেলেন বিএনপি ও এবি পার্টির প্রার্থী
- ৫ আচরণবিধি লঙ্ঘন করায় মিন্টুর ভাই আকবরকে ২০ হাজার টাকা জরিমানা