বীর মুক্তিযোদ্ধাকে মারতে গিয়ে মার খেলেন বিএনপি নেতা
গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় এক বীর মুক্তিযোদ্ধাকে অপমান করায় মারধরের শিকার হয়েছেন নিরাঞ্জন ওঝা (৪৫) নামের এক বিএনপি নেতা।
সোমবার (৫ জুলাই) উপজেলার সাদুল্লাপুর ইউনিয়নের লাটেঙ্গা গ্রামে এ ঘটনা ঘটে।
নিরাঞ্জন ওঝা বিএনপির গোপালগঞ্জ জেলা শাখার আহ্বায়ক কমিটির সদস্য ও কোটালীপাড়া উপজেলার টিকরীবাড়ি গ্রামের নিত্যানন্দ ওঝার ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, লাটেঙ্গা গ্রামের সাবেক সেনা সদস্য ও বীর মুক্তিযোদ্ধা বিধান চন্দ্র বিশ্বাস (৭০) তার বাড়ির সামনের রাস্তায় জনগণের চলাচলের বিঘ্ন ঘটায় ছোট একটি রেইনট্রি গাছ কেটে ফেলেন। এই গাছ কাটাকে কেন্দ্র করে নিরাঞ্জন ওঝা ও বিধান চন্দ্র বিশ্বাসের সঙ্গে কথা-কাটাকাটি হয়। এক পর্যায়ে নিরাঞ্জন ওঝা বিধান চন্দ্র বিশ্বাসকে মারতে উদ্ধত হয়। এসময় বিধান চন্দ্রের সঙ্গে থাকা তার নাতি বাঁধন বিশ্বাস (১৭) নিরাঞ্জন ওঝাকে মারধর করে।
মারধরে আহত নিরাঞ্জন ওঝা বর্তমানে কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসাধীন।
নিরাঞ্জন ওঝা বলেন, ‘আমি সাদুল্লাপুর ইউনিয়নের ভাঙ্গারহাট-নিতাইবাজার রাস্তার সামাজিক বনায়ন উপকারভোগী সমিতির সাধারণ সম্পাদক। লাটেঙ্গা গ্রামের বিধান চন্দ্র বিশ্বাস এই রাস্তা থেকে একটি রেইনট্রি গাছ কেটে ফেলেছেন। বিষয়টি আমি জানার পরে বিধান চন্দ্রের কাছে জানতে চাইলে তার লোকজন আমাকে মারধর করে।’
বীর মুক্তিযোদ্ধা বিধান চন্দ্র বিশ্বাস জাগো নিউজকে বলেন, ‘আমার বাড়ির সামনের রাস্তায় একটি রেইনট্রি গাছের কারণে জনগণের চলাচলে সমস্যা হচ্ছিল। এজন্য গাছটি কেটে ফেলি। খবর পেয়ে নিরাঞ্জন ওঝা আমার বাড়িতে এসে খারাপ ভাষায় গালাগালি করেন ও আমাকে মারতে আসের। এসময় ক্ষিপ্ত হয়ে আমার নাতি তাকে মারধর করে।’
কোটালীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম বলেন, নিরাঞ্জন ওঝাকে মারধরের ঘটনায় তার স্ত্রী বিথি ভৌমিক বাদী হয়ে একটি অভিযোগ দায়ের করেছেন। তদন্তপূর্বক ব্যবস্থা নেয়া হবে।
মেহেদী হাসান/এসআর/এমএস