ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

৫ কিলোমিটার সড়কে হাজারো গর্ত, দুর্ঘটনার শঙ্কা

জেলা প্রতিনিধি | ফরিদপুর | প্রকাশিত: ০৪:৩১ পিএম, ০৬ জুলাই ২০২১

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার সাতৈর-ডোবরা-চিতারবাজার সড়কটি দীর্ঘদিন সংস্কারের অভাবে বেহাল দশায় পরিণত হয়েছে। প্রায় পাঁচ কিলোমিটার দৈর্ঘ্যের এ রাস্তায় ছোটবড় হাজারো গর্তের সৃষ্টি হয়েছে। প্রতিদিন ঝুঁকি নিয়ে চলাফেরা করছেন পথচারী ও যানবাহন। এতে যেকোনো সময় দুর্ঘটনার আশঙ্কা করছেন এলাকাবাসী।

খোঁজ নিয়ে জানা গেছে, বোয়ালমারী উপজেলার সাতৈর বাজার থেকে ডোবরা হয়ে চিতার বাজার পর্যন্ত চলে গেছে রাস্তাটি। ৪ বছর আগে এই রাস্তাটির সংস্কার কাজ হয়। এরপর থেকে রাস্তাটি ভেঙে গেলেও আর সংস্কারের কাজ করা হয়নি।

সাতৈর বাজার এলাকার বাসিন্দা ও হিন্দু মহাজোট নেতা সুভাষ সাহা বলেন, ‘এই রাস্তা দিয়ে প্রতিদিন শত শত মানুষ ও যানবাহন চলাচল করে। রাস্তাটি ভেঙে যাওয়ায় সাধারণ মানুষকে জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে। এই গুরুত্বপূর্ণ রাস্তাটির সংস্কার না করায় পুরো রাস্তাটি নষ্ট হয়ে গেছে। রাস্তাটি দেখার কেউ নেই।

উপজেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক, সাতৈর এলাকার বাসিন্দা সৈয়দ শাহিদুর রহমান সজল বলেন, সাতৈর থেকে ডোবরা চিতার বাজার সড়কের খুবই নাকাল অবস্থা। এই রাস্তাটি সংস্কারের অভাবে একেবারে নষ্ট হয়ে গেছে। ৫ কিলোমিটার রাস্তা ধরে ছোট বড় হাজার হাজার গর্তের সৃষ্টি হয়েছে। রাস্তা দিয়ে যানবাহন চলাচল তো দূরের কথা পায়ে হেঁটে চলাই কষ্টসাধ্য হয়ে পড়েছে।

সাতৈর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মজিবর রহমান মোল্যা বলেন, ‘সংস্কার না হওয়ায় পুরো রাস্তা নষ্ট হয়ে গেছে। যানবাহন নিয়ে চলাচল করা যায় না। রাস্তাটি সংস্কার জরুরি।’

বোয়ালমারী উপজেলা প্রকৌশলী (স্থানীয় সরকার) একেএম রফিকুল ইসলাম বলেন, ‘রাস্তার দুপাশ দিয়ে পুকুর বানিয়ে মাছ চাষ করার কারণে রাস্তাটি ক্ষতিগ্রস্ত হয়েছে। দিন দিন ভেঙে যাচ্ছে। রাস্তাটি সংস্কারের জন্য এ বছর প্রস্তাব পাঠানো হবে।’

এন কে বি নয়ন/এসজে/এমএস