অভাবে আত্মহত্যা : সেই দ্বীন ইসলামের পরিবারের পাশে আ.লীগ-বিএনপি
মুন্সিগঞ্জের মুক্তারপুরে লকডাউনে কাজ না থাকায় অভাবের কারণে পারিবারিক কলহে আত্মহত্যাকারী দিনমজুর দ্বীন ইসলামের পরিবারের পাশে দাঁড়িয়েছে আওয়ামী লীগ ও বিএনপির নেতারা।
মঙ্গলবার (৬ জুলাই) সকালে মৃত দ্বীন ইসলামের ভাড়াবাসায় গিয়ে পরিবারের সদস্যদের খাদ্যসহায়তা পৌঁছে দেন মুন্সিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির মুক্তিযুদ্ধবিষয়ক সম্পাদক মৃণাল কান্তি দাস।
তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে পরিবারটিকে জমি ও ঘর তৈরি করে দেয়ার আশ্বাস দেন।
এমপি মৃণাল কান্তি দাস বলেন, ‘যতদিন তাদের পরিবারের স্থায়ী কোনো ঠিকানা না হয়, অর্থনৈতিক সচ্ছলতা না আসে ততদিন পর্যন্ত মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে তাদের পরিবারের সব সদস্যের দায়-দায়িত্ব আমরা নিলাম।’
এসময় মুন্সিগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হামিদুর রহমানও সেখানে উপস্থিত ছিলেন।
এদিকে একইদিন সকালে মুন্সিগঞ্জ সদর উপজেলা বিএনপির সভাপতি মো. মহিউদ্দিন আহমেদ দ্বীন ইসলামের মা জুলেখা বেগমের হাতে ৫০ হাজার টাকা তুলে দেন।

তিনি জানান, অভাবের তাড়নায় দ্বীন ইসলামের আত্মহত্যার খবর পেয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান খোঁজ-খবর নিতে বলেন। ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নির্দেশনায় খোঁজ নিয়ে পরিবারটিকে আর্থিক সহায়তা দেয়া হয়। ভবিষ্যতে যদি আরও সাহায্য প্রয়োজন হয়, তবে পরিবারটিকে সহায়তা করবে বিএনপি।
অন্যদিকে, সোমবার (৫ জুলাই) জুলেখা বেগমের পরিবারকে মুন্সিগঞ্জ জেলা পুলিশের পক্ষ থেকে খাদ্যসহায়তা দেয়া হয়।
গত রোববার (৪ জুলাই) দুপুর ২টার দিকে মুন্সিগঞ্জ সদর উপজেলার পশ্চিম মুক্তারপুর এলাকায় বসতঘর থেকে দ্বীন ইসলামের মরদেহ উদ্ধার করে সদর থানা পুলিশ।
করোনায় কাজ না থাকায় সংসারে অভাব-অনটন লেগেই ছিল দ্বীন ইসলামের। এ নিয়ে স্ত্রীর সঙ্গে তার প্রায়ই ঝগড়া হতো। এরই জেরে তিনি আত্মহত্যা করেছেন বলে জানায় তার পরিবার।
দ্বীন ইসলাম বরিশাল জেলার কাউনিয়া এলাকার গৌতমের ছেলে। তিনি মা, স্ত্রী ও দুই ছেলেমেয়ে নিয়ে মুক্তারপুর এলাকায় ভাড়া বাসায় থাকতেন।
আরাফাত রায়হান সাকিব/এএএইচ/এমএস