ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

লকডাউন : ফরিদপুরে ৫ দিনে ৬৩৬ মামলা

স্পোর্টস ডেস্ক | ফরিদপুর | প্রকাশিত: ০৫:২০ পিএম, ০৬ জুলাই ২০২১

চলমান কঠোর লকডাউনে ফরিদপুরে গত পাঁচ দিনে মোট ৬৩৬টি মামলা দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এসময় দণ্ডপ্রাপ্তদের কাছ থেকে তিন লাখ ৩৯ হাজার ১৬০ টাকা জরিমানা আদায় করা হয়েছে।

গত ১ জুলাই থেকে সোমবার (৫ জুলাই) রাত ১২টা পর্যন্ত জেলার ১৫ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট মামলাগুলো দায়ের করেন।

case2

ফরিদপুরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) তাসলিমা আলী বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, সরকারি বিধিনিষেধ অমান্য করা এবং কারণ ছাড়া ঘোরাফেরা করার অপরাধে ১৫টি ভ্রাম্যমাণ আদালতে এ দণ্ডাদেশ দেয়া হয়। এ অভিযান অব্যাহত থাকবে।

case2

এদিকে জেলা সিভিল সার্জন ডা. ছিদ্দিকুর রহমান জানান, গত ২৪ ঘণ্টায় ফরিদপুর পিসিআর ল্যাবে ৩৫৫টি নমুনা পরীক্ষায় ১৬৩ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৪৫.৯১। এই সময়ে করোনায় মারা গেছেন ছয়জন। এ নিয়ে জেলায় করোনায় মোট মৃতের সংখ্যা দাঁড়াল ২৩৮ জন।

এন কে বি নয়ন/এসআর/এমএস