সাপাহার সীমান্তে অনুপ্রবেশের দায়ে ৮ বাংলাদেশি আটক
নওগাঁর সাপাহার সীমান্তে অনুপ্রবেশের দায়ে আট বাংলাদেশিকে পুলিশে দেয়া হয়েছে। মঙ্গলবার (৬ জুলাই) ভোর সাড়ে ৪টার দিকে ১৬-বিজিবি হাপানিয়া বিওপি ক্যাম্পের সদস্যরা তাদের আটক করে সাপাহার থানায় সোপার্দ করেন।
আটকরা হলেন-সাতক্ষীরার কালীগঞ্জের আব্দুর রহমান গাজীর ছেলে জহুর আলী গাজী (৩৭), শ্যামনগরের শামসুর রহমান গাজীর ছেলে হাসান আলী (৩২), আবু হাসানের স্ত্রী নুরনাহার বেগম (২৭) এবং একই থানা ও জহর আলী গাজীর মেয়ে সালমা পারভীন (৩০); জয়পুরহাটের পাঁচবিবি থানার আতিয়ার রহমানের ছেলে শরিফুল ইসলাম (২৭); নড়াইলের কালিয়া থানার আলিফ খালাসীর মেয়ে সোনিয়া খাতুন (২৫), ময়মনসিংহের কোতোয়ালি থানার জাহাঙ্গীর আকন্দের মেয়ে সাদিয়া খন্দকার ইভা (২৪) এবং কুড়িগ্রামের নাগেশ্বরী থানার আবুল হোসেনের মেয়ে পপি আক্তার (২১)।
১৬-বিজিবি হাপানিয়া ক্যাম্পের কমান্ডার নায়েব সুবেদার আজিজুল ইসলাম বলেন, আটকরা অবৈধভাবে ভারতে প্রবেশের দায়ে দমদম সেন্ট্রল জেলে বিভিন্ন মেয়াদে সাজা ভোগ করেন। সাজা শেষে সোমবার (৫ জুলাই) তাদের ছেড়ে দেয়া হয়। পরে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীে (বিএসএফ) সদস্যরা ভোররাতে ভারতীয় পান্নাপুর সীমান্ত পিলার ১৫৯ এলাকা দিয়ে বাংলাদেশে পাঠান। এসময় হাপানিয়া ক্যাম্পের জোয়ানরা টহলরত অবস্থায় তাদের বাংলাদেশেল অভ্যন্তরে ২৩৭ নম্বর পিলার এলাকায় পুনর্ভবা নদীতে সাঁতার কেটে বাংলাদেশে অনুপ্রবেশ করেন। পরে বাংলাদেশ-ভারত সীমান্তের হরিণ মাঠ নামক স্থানে আটজনকে আটক করা হয়। পরে তাদের স্থানীয় থানায় সোপর্দ করা হয়।
এ বিষয়ে সাপাহার থানার ওসি (তদন্ত) আল মাহমুদ বলেন, অনুপ্রবেশের দায়ে বিজিবির পক্ষ থেকে বাদী হয়ে থানায় একটি মামলা করা হয়েছে। সাপাহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মাধ্যমে আটকদের সাপাহার বালিকা উচ্চ বিদ্যালয়ে ১৪ দিনের হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।
আব্বাস আলী/এসআর/এমকেএইচ