কাহালুতে বিধি অমান্য করে পশুর হাট, ভেঙে দিলেন ইউএনও
করোনাভাইরাসের সংক্রমণ রোধে সরকারঘোষিত বিধিনিষেধ অমান্য করে লোক সমাগম করে পশুর হাটের আয়োজন করা হয়েছে বগুড়ার কাহালুতে। পরে উপজেলা প্রশাসন হাট ভেঙে দেয়। এ ছাড়া সরকারি বিধিনিষেধ অমান্য করে দোকান খোলায় তিন দোকানির ১২ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
মঙ্গলবার (৬ জুলাই) বিকেলে কাহালু উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. মাছুদুর রহমান পশুর হাট ভেঙে দেয়ার তথ্য নিশ্চিত করেন। হাটে অভিযানকালে সেনাবাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন বলে জানা গেছে।
জানা যায়, কাহালু পৌর শহরে প্রতি মঙ্গলবার বিকেলে সাপ্তাহিক হাট বসে। গতকাল মঙ্গলবার দুপুরের পর থেকেও বিভিন্ন এলাকার ব্যাপারীরা গরু, ছাগল নিয়ে আসেন এই হাটে। ধীরে ধীরে হাটে শত শত মানুষের সমাগম হওয়ায় স্বাস্থ্যবিধি রক্ষা সম্ভব হচ্ছিল না। এ সংবাদ পেয়ে ইউএনও মো. মাছুদুর রহমান সেনাবাহিনীর ক্যাপ্টেন মাশনুর ইসলামসহ সেনা সদস্যদের নিয়ে হাটে অভিযান চালান। পরে হাটে আসা ব্যাপারীদের দ্রুত হাট ত্যাগ করার নির্দেশ দেন। নির্দেশ দেয়ার পরপরই হাটে আসা লোকজন তাদের গরু-ছাগল নিয়ে বাড়ি চলে যান।
এদিকে কাহালুতে সরকারি বিধিনিষেধ অমান্য করে দোকান খোলায় তিন দোকানির ১২ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
ইউএনও মো. মাছুদুর রহমান বলেন, ‘এই উপজেলায় করোনা সংক্রমণ পরিস্থিতির অবনতি হওয়ায় আপাতত পশুর হাট বন্ধ রাখা হচ্ছে। পরিস্থিতি বুঝে আবার চালু করা হবে।’
বগুড়া/এমকেএইচ
সর্বশেষ - দেশজুড়ে
- ১ চট্টগ্রামে ১১ দলীয় জোটের আসন বণ্টন, ১৬ আসনে জামায়াতের ভাগে ৯
- ২ আচরণবিধি লঙ্ঘনের দায়ে বিএনপি সমর্থককে ১০ হাজার টাকা জরিমানা
- ৩ ফরিদপুরে ঐতিহ্যবাহী গরুদৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত
- ৪ সুনামগঞ্জে প্রার্থিতা ফিরে পেলেন বিএনপি ও এবি পার্টির প্রার্থী
- ৫ আচরণবিধি লঙ্ঘন করায় মিন্টুর ভাই আকবরকে ২০ হাজার টাকা জরিমানা