ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

স্বামীর সঙ্গে অভিমানে বিষপান, ৯৯৯-এ ফোন পেয়ে হাসপাতালে নিল পুলিশ

জেলা প্রতিনিধি | ফরিদপুর | প্রকাশিত: ১১:৪৭ পিএম, ০৬ জুলাই ২০২১

ফরিদপুরের আলফাডাঙ্গায় স্বামীর সঙ্গে অভিমান করে মার্জিয়া বেগম (২৮) নামক এক গৃহবধূ বিষপান করে। পরে ৯৯৯-এ ওই গৃহবধূর ভাইয়ের ফোন পেয়ে মুমূর্ষু অবস্থায় গৃহবধূকে হাসপাতালে ভর্তি করেছে পুলিশ।

মঙ্গলবার (৬ জুলাই) উপজেলার বুড়াইচ গ্রামে এ ঘটনা ঘটে।

জানা গেছে, উপজেলার হেলেঞ্চা গ্রামের মুক্তার শেখের মেয়ের সঙ্গে একই উপজেলার বুড়াইচ গ্রামের নুর মোহাম্মদ বালামের বিয়ে হয় গত দশ বছর আগে। ঘটনার দিন দুপুরে পারিবারিক কলহের জের ধরে স্বামীর সঙ্গে অভিমান করে বিষপান করে গৃহবধূ মার্জিয়া বেগম। খবর পেয়ে মার্জিয়ার ভাই শাহাজাহান শেখ জরুরি সেবার হটলাইন ৯৯৯-এ ফোন করে বিস্তারিত জানান। এরপর আলফাডাঙ্গা থানা পুলিশ ওই গৃহবধূকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করে।

এ বিষয়ে ওই গৃহবধূর বাবা মুক্তার শেখ বলেন, জামাই কোনো কাজ করে না। বিয়ের পর থেকেই মেয়েকে নির্যাতন করে আসছে। জ্বালা যন্ত্রণা সহ্য করতে করতে মেয়ে অতিষ্ঠ হয়ে উঠেছে।আজও তাকে মারধর করে। একপর্যায়ে সে বিষপান করে। কিন্তু এরপরও তারা মেয়েকে হাসপাতালে নেয়নি। পরে পুলিশ হাসপাতালে ভর্তি করেছে।

আলফাডাঙ্গা থানার উপ-পরিদর্শক উত্তম কুমার সেন বলেন, মেয়েটির ভাই হটলাইনে ফোন দিয়ে বিস্তারিত জানান। পরে আমরা তাকে হাসপাতালে ভর্তি করেছি।

এন কে বি নয়ন/এএইচ/এমআরএম