ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

নাশকতার মামলায় তালোড়া পৌরসভার সাবেক মেয়র গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক | বগুড়া | প্রকাশিত: ১২:০৩ এএম, ০৭ জুলাই ২০২১

নাশকতার মামলায় বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার তালোড়া পৌরসভার সাবেক মেয়র ও পৌর বিএনপির সভাপতি আব্দুল জলিল খন্দকারকে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার (৬ জুলাই) দুপুরে উপজেলার নিউ মার্কেট এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। আব্দুল জলিল উপজেলার তালোড়ার মৃত ময়েন উদ্দীন মন্ডল খন্দকারের ছেলে।

দুপচাঁচিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান আলী জানান, ২০১৮ সালে বিস্ফোরক আইনে তালোড়ার সাবেক পৌরমেয়র ও পৌর বিএনপির সভাপতি আব্দুল জলিলের বিরুদ্ধে নাশকতার একটি মামলা হয়। এরপর থেকে তিনি পলাতক ছিলেন। মঙ্গলবার দুপুরে উপজেলার নিউমার্কেট এলাকা থেকে তাকে গ্রেফতার করে জেল হাজতে পাঠানো হয়েছে।

এএইচ/এমআরএম