ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

করোনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কর্মকর্তার মৃত্যু

জেলা প্রতিনিধি | ময়মনসিংহ | প্রকাশিত: ০৩:২৫ এএম, ০৭ জুলাই ২০২১

করোনায় আক্রান্ত হয়ে ময়মনসিংহ বিভাগীয় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের অতিরিক্ত পরিচালক আবু আলা. মো. হাফিজুর রহমান (৪২) মারা গেছেন।

মঙ্গলবার (৬ জুলাই) রাত সাড়ে ৮টার দিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যায়।

বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেছেন নিহতের ভগ্নিপতি ও ত্রিশালের সহকারী কমিশনার (ভুমি) মো. তারিকুল ইসলাম।

তিনি বলেন, ময়মনসিংহ বিভাগীয় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের অতিরিক্ত পরিচালক আবু আলা. মো. হাফিজুর রহমান প্রায় ২০ দিন আগে করোনা পজিটিভ হন। এরপর থেকে তিনি নিজ বাসাতেই চিকিৎসা নিচ্ছিলেন।

এমতাবস্তায় গত শুক্রবার (২ জুলাই) তিনি ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে ভর্তি হন। সেখান থেকে শনিবার (৩ জুলাই) তাকে আইসিইউতে স্থানান্তর করা হয়। সেখানে অবস্থার অবনতি হলে রাত সাড়ে ৮ টার দিকে তার মৃত্যু হয়।

তিনি আরও বলেন, মৃত আবু আলা. মো. হাফিজুর রহমান লালমনিরহাট জেলার কালীগঞ্জ উপজেলার আব্দুল আজিজ ছেলে।

মঞ্জুরুল ইসলাম/এমআরএম