গাজীপুরে জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিস উদ্বোধন
গাজীপুরে জেলা কর্মসংস্থান ও জনশক্তি উপ-কেন্দ্র (সাইট অফিস) উদ্বোধন করা হয়েছে। ফলে প্রবাসী ও বিদেশ
গমনেচ্ছুদের এ সংক্রান্ত কাজের জন্য ঢাকা আসতে হবে না।
মঙ্গলবার বিকেলে জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর মহাপরিচালক (অতিরিক্ত সচিব) মো. শহীদুল আলম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফিতা কেটে এ উপ-কেন্দ্রের উদ্বোধন করেন।
গাজীপুর জেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের নিচতলায় দুটি কক্ষ ভাড়া নিয়ে এ অফিসের কার্যক্রম শুরু হয়েছে।
অতিরিক্ত সচিব মো. শহীদুল আলম বলেন, প্রবাসীদের আত্মীয়-স্বজন ও বিদেশ গমনেচ্ছু ব্যক্তিরা প্রায়ই ঢাকায় যেতে বিভিন্ন বিড়ম্বনা ও দুর্ভোগের শিকার হন। তাই শিল্প অধ্যুষিত গুরুত্বপূর্ণ এ জেলায় প্রবাসী ও বিদেশ গমনেচ্ছুদের দুর্ভোগ লাঘবে গাজীপুরে কর্মসংস্থান ও জনশক্তি অফিস স্থাপন করা হয়েছে।
উদ্বোধন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গাজীপুরের জেলা প্রশাসক এসএম তরিকুল ইসলাম। বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা ও বাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আক্তারুজ্জামান শুক্কুর।
উপস্থিত ছিলেন- অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মামুন সরদার, জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের উপ-সহকারী পরিচালক গোলাম মাওলা, উপ-পরিচালক মো. আসাদুজ্জামান মোল্লা, ইন্সট্রাক্টর মো. শাহিনুর ইসলাম প্রমুখ।
আমিনুল ইসলাম/জেডএইচ/এমকেএইচ