ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

শিশু স্বাধীন হত্যার রহস্য উদ্ঘাটন

নিজস্ব প্রতিবেদক | বগুড়া | প্রকাশিত: ১১:৫১ এএম, ০৭ জুলাই ২০২১

বগুড়ার শিবগঞ্জের মাদরাসা ছাত্র স্বাধীনকে (৭) হত্যার রহস্য উদ্ঘাটন করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। মাদরাসা বন্ধ করতেই স্বাধীনের তিন সহপাঠী শ্বাসরোধে তাকে হত্যা করে।

মঙ্গলবার (৬ জুলাই) আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে গ্রেফতারকৃত তিনজন।

মঙ্গলবার রাতে সিআইডি বগুড়া জেলার বিশেষ পুলিশ সুপার মোহাম্মদ কাউছার শিকদার জানান, সোমবার (৫ জুলাই) সন্ধ্যার পর মামলার তদন্তকারী কর্মকর্তা সিআইডি পুলিশ পরিদর্শক খন্দকার ফুয়াদ রুহানির নেতৃত্বে নিজ নিজ বাড়ি থেকে জিজ্ঞাসাবাদের জন্য তিন ছাত্রকে গ্রেফতার করা হয়।

জিজ্ঞাসাবাদে তারা জানা, তাদের মাদরাসায় লেখাপড়া করতে ভালো লাগতো না। তাই তারা পরিকল্পনা করে যে, মাদরাসার এক ছাত্রকে হত্যা করলে প্রতিষ্ঠান বন্ধ হয়ে যাবে। পরিকল্পনা অনুযায়ী, চলতি বছরের ১৬ জানুয়ারি সন্ধ্যার পর স্বাধীনকে একা পেয়ে ওই মাদরাসা সংলগ্ন নদীর পাড়ে নিয়ে শ্বাসরোধে হত্যা করা হয়।

এরপর মঙ্গলবার তাদের আদালতে হাজির করা হয়। সেখানে তাদের জবানবন্দি ১৬৪ ধারায় রেকর্ড করে যশোর সেফহোমে পাঠানোর নির্দেশ দেন আদালত।

উল্লেখ্য, গত ১৭ জানুয়ারি শিবগঞ্জে স্বাধীনের হত্যার ঘটনায় তার বাবা শাহ আলম শেখ বাদী হয়ে মামলা করেন। দীর্ঘসময় পার হলেও থানা পুলিশ কোনো তথ্য উদ্ঘাটন করতে না পারায় বাদীর আবেদনের প্রেক্ষিতে আদালতের আদেশে ১৩ মার্চ সিআইডি বগুড়া জেলা মামলার তদন্তভার গ্রহণ করে।

এসএমএম/এএসএম