কোম্পানীগঞ্জে গাঁজা-ইয়াবাসহ গ্রেফতার ২
নোয়াখালীর কোম্পানীগঞ্জে দুই কেজি গাঁজা ও ১০ পিস ইয়াবাসহ দুই আন্তঃজেলা মাদককারবারিকে গ্রেফতার করেছে পুলিশ।। বৃহস্পতিবার (৮ জুলাই) বিকেলে গ্রেফতার সাইফুল ইসলাম সুমন (৪৬) ও কামরুল ইসলামকে (২৪) আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাইফুদ্দিন আনোয়ার বৃহস্পতিবার রাতে বিষয়টি নিশ্চিত করেন।
তিনি বলেন, ‘বৃহস্পতিবার ভোরে বসুরহাট করালিয়া এলাকা থেকে সাইফুল ও কামরুলকে গ্রেফতার করে পুলিশ। এ সময় তাদের একজনের মাথায় দুই কেজি গাঁজা ও অন্যজনের পকেট থেকে ১০ পিস ইয়াবা জব্দ করা হয়।’
জানা গেছে, গ্রেফতার আসামি সাইফুল ইসলাম সুমন পার্শ্ববর্তী ফেনী জেলার দাগনভূঞা উপজেলার ইয়াকুবপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের পশ্চিম চন্ডিপুর গ্রামের সফি চেয়ারম্যান বাড়ির সাইদুল হকের ছেলে ও কামরুল ইসলাম একই ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের উত্তর চন্ডিপুর গ্রামের সফি কাজীর পুরান বাড়ির আবদুল গনির ছেলে।
ইকবাল হোসেন মজনু/ইএ