ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

শেরপুরে জামাইয়ের ছুরিকাঘাতে শ্বশুর নিহত

নিজস্ব প্রতিবেদক | বগুড়া | প্রকাশিত: ০৪:৩৮ এএম, ০৯ জুলাই ২০২১

বগুড়ার শেরপুরে জামাইয়ের ছুরিকাঘাতে শ্বশুর আসাদুল ইসলাম (৪৬) নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৮ জুলাই) দিনগত রাত দশটার দিকে উপজেলার খামারকান্দি ইউনিয়নের পারভবানীপুর আমতলা নামকস্থানে এই ঘটনা ঘটে। নিহত আসাদুল ইসলাম একই গ্রামের মৃত ফজলুল হকের ছেলে।

নিহতের স্বজন ও স্থানীয় এলাকাবাসীর সঙ্গে কথা বলে জানা যায়, উপজেলার খামারকান্দি ইউনিয়নের পারভবানীপুর গ্রামের শাহিন আকন্দের ছেলে সাব্বির হাসান নামের এক বখাটে যুবক আসাদুল ইসলামের মেয়ে শিলু আক্তারের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলে।

এমনকি দশ মাস আগে ওই সম্পর্কের সূত্রধরে তার মেয়েকে বাড়ি থেকে পালিয়ে নিয়ে যায় সাব্বির। সেইসঙ্গে উভয় পরিবারের অসম্মতিতেই তাদের বিয়ে হয়। পরবর্তীতে সাব্বিরের পরিবার মেনে নিলেও আসাদুল ইসলাম মেয়ে-জামাইকে মেনে নিতে অস্বীকৃতি জানান।

এ নিয়ে একাধিকবার সমঝোতা বৈঠকও করা হয়। একপর্যায়ে বিগত চার থেকে পাঁচ মাস আগে জামাই মেয়েকে মেনে নেন আসাদুল ইসলাম। কিন্তু এরপর থেকে জামাই সাব্বির শ্বশুরের কাছে যৌতুক হিসেবে মোটা অঙ্কের টাকা দাবি করে বসেন।

বিষয়টি নিয়ে আবারও জামাই ও শ্বশুরের বিরোধ দেখা দেয়। এদিকে বৃহস্পতিবার রাত পৌনে ১০টার দিকে স্থানীয় বাজার থেকে বাড়ি ফিরছিলেন আসাদুল ইসলাম। বাড়ির কাছাকাছি তিনমাথা নামক স্থানে পৌঁছামাত্র দাবিকৃত যৌতুকের টাকা নিয়ে জামাই-শ্বশুরের মধ্যে ঝগড়া শুরু হয়।

এ সময় জামাই সাব্বির শ্বশুর আসাদুলের বুকে ছুরিকাঘাত করে পালিয়ে যান। পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হলে কর্তব্যরত চিকিৎসক আসাদুল ইসলামকে মৃত ঘোষণা করেন।

এ প্রসঙ্গে জানতে চাইলে শেরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শহিদুল ইসলাম বলেন, ঘটনার খবর পেয়েই ঘটনাস্থল পরিদর্শন করি। পাশাপাশি লাশ উদ্ধার করে থানায় আনা হয়েছে। নিহত ব্যক্তির বুকে ছুরিকাঘাতের চিহৃ রয়েছে।

নিহতের লাশ ময়না তদন্তের জন্য বগুড়ায় শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে পাঠানো হচ্ছে। এছাড়া ঘটনার পরপরই জামাই সাব্বির পালিয়ে যাওয়ায় তাকে ধরা সম্ভব হয়নি। তবে তাকে গ্রেফতারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি।

বগুড়া/এমআরএম