ওসমানী ল্যাবে রেকর্ড সংখ্যক ব্যক্তির করোনা শনাক্ত
সিলেটে কোনোভাবেই করোনাভাইরাসের সংক্রমণ নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। গত এক সপ্তাহ ধরে গড়ে প্রতিদিন ৩০০-এর ওপরে মানুষের করোনা শনাক্ত হচ্ছে।
শুক্রবার (৯ জুলাই) রাতে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের আরটি পিসিআর ল্যাবে ২৭৬টি নমুনা পরীক্ষায় ২৪০ জনেরই করোনা শনাক্ত হয়েছে। করোনা শনাক্তের হার ৮৬ দশমিক ৯৫ শতাংশ। সংক্রমিতদের মধ্যে ছয়জন চিকিৎসকও রয়েছেন। এরআগে এই ল্যাবে একদিনে এতো বেশি সংখ্যক মানুষের করোনা শনাক্ত হয়নি।
এমএজি ওসমানী মেডিকেল কলেজের অধ্যক্ষ ও মাইক্রোবায়োলজি বিভাগের প্রধান অধ্যাপক ডা. মো. ময়নুল হক এতথ্য নিশ্চিত করে জানান, ভয়াবহ এই পরিস্থিতি থেকে বাঁচতে হলে আমাদের এখনই কঠোর লকডাউন পুরোপুরিভাবে মানতে হবে। সবাইকে ঘরে রাখতে হবে। বিশেষ প্রয়োজনে বের হলে মাস্ক পরা ও স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দেন তিনি।
ছামির মাহমুদ/এসআর
সর্বশেষ - দেশজুড়ে
- ১ যশোরে যুবক খুন: সাবেক কাউন্সিলরসহ ৮ জনের বিরুদ্ধে মামলা
- ২ রাতের আঁধারে সরকারি রাস্তা দখল করে দোকান নির্মাণের অভিযোগ
- ৩ টানা ৪১ দিন জামায়াতে নামাজ আদায় করে বাইসাইকেল পেলো ৩৫ শিশু-কিশোর
- ৪ নিঃশর্ত ক্ষমা চেয়ে সেই চিকিৎসক বললেন ‘আমারও বেয়াদবি হয়েছে’
- ৫ ফরিদপুরে ক্যানসারের অস্ত্রোপচার করলেন ওটি বয়, হাসপাতাল সিলগালা