ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

নদীর মোহনায় ধরা পড়ল ১৩ কেজির বোয়াল, ২৩ হাজার টাকায় বিক্রি

জেলা প্রতিনিধি | রাজবাড়ী | প্রকাশিত: ০১:০১ পিএম, ১০ জুলাই ২০২১

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ার পদ্মা-যমুনা নদীর মোহনায় ১৩ কেজি ওজনের বিশাল আকৃতির এক বোয়াল মাছ ধরা পড়েছে।

জেলে নিরঞ্জন হালদারের জালে ধরা পড়া মাছটি শনিবার (১০ জুলাই) সকালে বিক্রির জন্য দৌলতদিয়া ৫ নম্বর ফেরিঘাট এলাকায় আড়তে নেয়া হয়। আড়তের মালিক শাহজাহান শেখ ১ হাজার ৭০০ টাকা কেজি দরে মোট ২২ হাজার ১০০ টাকায় মাছটি কিনে নেন। এ সময় মাছটি দেখতে উৎসুক জনতা ভিড় জমান।

পরে মোবাইল ফোনের মাধ্যমে দেশের বিভিন্ন স্থানে যোগাযোগ করে ঢাকার এক শিল্পপতির কাছে মাছটি ১ হাজার ৮০০ টাকা কেজি দরে মোট ২৩ হাজার ৪০০ টাকায় বিক্রি করেন তিনি।

মাছ ব্যবসায়ী শাজাহান শেখ বলেন, ‘পদ্মায় এত বড় বোয়াল সাধারণত এখন খুব একটা পাওয়া যায় না। তাই মাছটি কিনে নিয়েই ঢাকার এক ব্যবসায়ীর কাছে ১ হাজার ৮০০ টাকা কেজি দরে মোট ২৩ হাজার ৪০০ টাকায় বিক্রি করে দিই।’

রুবেলুর রহমান/এসজে/এমএস