রাজবাড়ী সদর হাসপাতালের জরুরি বিভাগে হামলা
রাজবাড়ী সদর হাসপাতালের জরুরি বিভাগে হামলা চালিয়ে ভাঙচুর করেছে দুর্বৃত্তরা। শনিবার (১০ জুলাই) দুপুর সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে।
এসময় জরুরি বিভাগে দায়িত্বরত অফিস সহকারী নজরুল ইসলাম মিঠুন আহত হন। পরে কিছুক্ষণ জরুরি বিভাগের সেবা বন্ধ রেখে পরিস্থিতি শান্ত হলে দুপুর সোয়া একটার দিকে পুনরায় সেবা কার্যক্রম চালু হয়।
আহত নজরুল ইসলাম মিঠুন বলেন, করোনাকালীন সময়ে জরুরি বিভাগে রোগীদের চাপ বেশি। অন্যদিনের মতো আজও সিরিয়াল নিয়ন্ত্রণে কাজ করছিলাম। কিন্তু হঠাৎ ১০ থেকে ১৫ জন যুবক দ্বায়িত্বরত মেডিকেল অফিসারের কক্ষে ঢুকে মারধর শুরু করেন।

মামুন, রবিসহ প্রত্যক্ষদর্শী কয়েকজন জানান, অতর্কিত হামলা করে মিঠুন নামের এক অফিস সহকারীর ওপর হামলা চালায় কয়েকজন যুবক। এ সময় এগিয়ে আসলে তাদেরও মারধর করা হয়। পরে তারা জরুরি বিভাগের গ্লাস ভাঙচুর করে চলে যান।
হাসপাতালের তত্ত্বাবধায়ক দীপক কুমার বিশ্বাস বলেন, কে বা কারা এ হামলা করেছে তা জানা যায়নি। তাৎক্ষণিক বিষয়টি পুলিশকে জানানো হয়। এখন পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাদত হোসেন বলেন, ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।
রুবেলুর রহমান/আরএইচ/এমকেএইচ