ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

বেনাপোল সীমান্তে ৬ সহযোগীসহ নানা অপকর্মের হোতা গ্রেফতার

বেনাপোল | প্রকাশিত: ০৫:১৬ পিএম, ১০ জুলাই ২০২১

যশোরের বেনাপোল সীমান্তে চোরাচালানসহ বিভিন্ন অপকর্মের হোতা আব্দুল কাদেরকে (৫৫) ছয় সহযোগীসহ গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার (১০ জুলাই) তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। গ্রেফতার আব্দুল কাদের উপজেলার পুটখালী গ্রামের মৃত মফিজ উদ্দিনের ছেলে।

গ্রেফতারকৃত বাকিরা হলেন- একই গ্রামের খয়বার আলীর ছেলে জুলফিকার আলী (৪২), ইশারত মোড়লের ছেলে শরিফুল ইসলাম (৫৪), তবি মোড়লের ছেলে ওলিয়ার রহমান (৪০), মৃত দেলোয়ার হোসেনের ছেলে নুর হোসেন (৪২), মহিব উদ্দিনের ছেলে জাকির হোসেন (৪২) ও মৃত সামসুর রহমানের ছেলে তবিবর রহমান (৫২)।

বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন খান বলেন, আব্দুল কাদের একসময় বেনাপোলের একটি সিঅ্যান্ডএফ এজেন্সির কর্মচারী ছিলেন। এরপর থেকে তিনি এলাকায় আধিপত্য বজায় রাখতে বাহিনী গড়ে তোলেন। বিভিন্ন সময় স্থানীয়দের মারধর করে ত্রাসের সৃষ্টি করেন।

তিনি আরও বলেন, গত ১ জুলাই (বৃহস্পতিবার) আব্দুল কাদের তার সহযোগীদের নিয়ে পুটখালী গ্রামের ইসমাইল বিশ্বাসের ছেলে শাহ আলম বিশ্বাস (৪৮), ওলিয়ার বিশ্বাস (৫২) ও শাহাজান বিশ্বাসের (৪৫) ওপর হামলা করেন। এ ঘটনায় শাহ আলম বেনাপোল পোর্ট থানায় মামলা করেন। ওই মামলা দায়ের গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানো হয়েছে।

মো. জামাল হোসেন/আরএইচ/এমকেএইচ