ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

দিনাজপুরে সেনাবাহিনীর চিকিৎসা-খাদ্য সহায়তা প্রদান

জেলা প্রতিনিধি | দিনাজপুর | প্রকাশিত: ০৫:৩৩ পিএম, ১০ জুলাই ২০২১

দিনাজপুরে করোনায় কর্মহীন সহস্রাধিক দুঃস্থ-অসহায় ও এতিমদের চিকিৎসা সেবাসহ খাদ্য সহায়তা প্রদান করেছেন সেনাবাহিনীর সদস্যরা।

শনিবার (১০ জুলাই) দুপুরে সদর উপজেলার রাজারামপুর বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে চিকিৎসা সেবা ও খাদ্য সহায়তা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বীর উত্তম শহীদ মাহবুব সেনাবাহিনীর স্টেশন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল খন্দকার শফিকুজ্জামান।

jagonews24

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ‘করোনা সংক্রমণ প্রতিরোধে সেনাবাহিনী জেলার প্রতিটি উপজেলায় কাজ করে যাচ্ছে। পাশাপাশি সেনাবাহিনীর নিজস্ব উদ্যোগে মানবিক সহায়তা হিসেবে বিনামূল্যে চিকিৎসা সেবা, ওষুধ সামগ্রী এবং খাদ্য সামগ্রী বিতরণ করে আসছি।’

তিনি আরও বলেন, ‘করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকার ঘোষিত লকডাউন বাস্তবায়নে আমরা বদ্ধপরিকর। লকডাউন কার্যকরের মাধ্যমে সংক্রমণ কমিয়ে আনতে সকলের সহযোগিতা কমনা করছি।’

jagonews24

এসময় জেলা সমন্বয়কারী ৩৬ বীর অধিনায়ক মেজর আব্দুল্লাহ আল ইমরান, ক্যাপ্টেন জাকারিয়া আল নির্ঝর ও শেখপুরা ইউপি চেয়ারম্যান মমিনুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

এমদাদুল হক মিলন/আরএইচ/এমকেএইচ