ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

মাছ ধরতে গিয়ে নদীতে নিখোঁজ কিশোরের মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক | বগুড়া | প্রকাশিত: ০৭:০০ পিএম, ১০ জুলাই ২০২১

বগুড়ার শাজাহানপুরে শাকিল আহমেদ (১৮) নামের এক কিশোরের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১০ জুলাই) বিকেল সাড়ে ৩টার দিকে করতোয়া নদীর চরকা দহ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত শাকিল আহমেদ উপজেলার আড়িয়া ইউনিয়নের নয়মাইল জামালপুর গ্রামের আবু বকর সিদ্দিকের ছেলে।

নিহতের বড় ভাই আশিক বলেন, সকালে সিদ্দিক ও শামীম নামের প্রতিবেশী দুই যুবকের সঙ্গে করতোয়া নদীর চরকা দহে মাছ ধরতে যায় শাকিল। মাছ ধরা শেষ করে গোসল করতে গিয়ে শাকিল নিখোঁজ হন। গ্রামের লোকজন নদীতে নেমে পানির নিচ থেকে শাকিলের মরদেহ উদ্ধার করেন।

মাছ ধরতে যাওয়া সিদ্দিক জানান, শাকিল নদীতে বুক পর্যন্ত পানিতে নেমে ডুব দিয়ে গোসল করছিল। কিন্তু গোসল করতে করতেই নিখোঁজ হয়ে যায়। তাকে না পেয়ে আশপাশের লোকজনকে জানালে সবাই মিলে অনেক খোঁজাখুঁজির পর মরদেহ উদ্ধার করা হয়।

শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।

আরএইচ/এমকেএইচ