ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

ঢাকার হাট কাঁপাবে ফরিদপুরের ‘বীর বাহাদুর’

জেলা প্রতিনিধি | ফরিদপুর | প্রকাশিত: ০৯:১১ এএম, ১১ জুলাই ২০২১

এবারের ঈদুল আজহায় ফরিদপুরের সেরা গরুর তালিকায় এখন পর্যন্ত ‘প্রথমে’ রয়েছে ‘বীর বাহাদুর’। জেলার নগরকান্দা উপজেলার ডাঙ্গী ইউনিয়নের বাবু সরদারের খামারে বড় হয়েছে বীর বাহাদুর। গরুটি পাকিস্তানি বিশেষ জাতের। ওজন প্রায় ৩০ মণ (১২০০ কেজি)। বীর বাহাদুরকে ২১ লাখ টাকায় বিক্রি করতে চান মালিক। বিক্রির জন্য ঢাকার হাটে তোলা হবে ষাঁড়টিকে। এমনটিই জানিয়েছেন বীর বাহাদুরের মালিক বাবু সরদার।

তিনি বলেন, ‘বীর বাহাদুরকে দেখতে ইতোমধ্যেই দেশের বিভিন্ন স্থান থেকে ব্যবসায়ী ও ক্রেতারা আসছেন। দর-দাম করছেন। তবে কাঙ্ক্ষিত দাম না পাওয়ায় এখনো বিক্রি হয়নি।’

দু/একদিনের মধ্যেই বীর বাহাদুরকে ঢাকায় নিয়ে যাওয়া হবে বলে জানান বাবু সরদার। তার প্রত্যাশা ঢাকায় তিনি গরুটিকে ভালো দামে বিক্রি করতে পারবেন।

বাবু সরদার জানান, অনেকটা শখের বসেই তিনি গরুর খামার করেছেন। তার খামারে এবার বেশকিছু বড় জাতের গরু রয়েছে। তার মধ্যে বীর বাহাদুর অন্যতম। তিন বছর ধরে তিনি এ গরুটিকে বিশেষ যত্নে লালন পালন করছেন তিনি। প্রতিদিন বীর বাহাদুরের পেছনে খরচ হচ্ছে হাজার টাকার ওপরে।

বাবু সরদার আরও বলেন, ‘আমার খামারের গরুকে কোনো প্রকার ওষুধ খাইয়ে মোটাতাজা করিনি। ফলে আমার খামারের গরুর বিশেষ চাহিদা রয়েছে গরু ব্যবসায়ী ও ক্রেতাদের।’ তার দাবি, এখন পর্যন্ত ফরিদপুর জেলার মধ্যে তার বীর বাহাদুরই সবচেয়ে দামি ও বেশি ওজনের ষাঁড়।

এন কে বি নয়ন/ইএ/জিকেএস