বৃহস্পতিবার ধুনটে ৩ দিনের ইজতেমা শুরু
ফাইল ছবি
নিজেদের আত্মশুদ্ধি এবং আল্লাহর সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে বগুড়ার ধুনট উপজেলায় তিন দিনব্যাপী ৩৮তম বিশ্ব ইজতেমা কাল বৃহস্পতিবার শুরু হচ্ছে। সকাল ৯টায় উদ্বোধনী বয়ানের মধ্য দিয়ে উপজেলার কালেরপাড়া ইউনিয়নের সরুগ্রাাম স্কুলের সামনে বিশাল ময়দানে এ ইজতেমা শুরু হবে।
ইজতেমা আয়োজক কমিটির সদস্য হুমায়ুন কবির জানান, অন্যান্য বছরের মতো এবারও ঢাকার কাকরাইল মসজিদের মেহমানদের তত্ত্বাবধায়নে ইজতেমা পরিচালিত হবে।
তিনি জানান, এবারও সৌদি আরব, ফিলিস্তিন, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া ও দক্ষিণ আফ্রিকাসহ দেশ-বিদেশের মুসল্লিরা ইজতেমা ময়দানে আসতে শুরু করেছেন। আগামী শনিবার (১২ ডিসেম্বর) আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে ইজতেমা।
ধুনট থানা পুলিশের ওসি মিজানুর রহমান জানান, ইজতেমা ময়দানে পাঁচ প্লাটুন পুলিশ মোতায়েন করা হয়েছে। পুলিশ সদস্যরা পর্যায়ক্রমে দায়িত্ব পালন করছেন। ইজতেমা ময়দানের চারপাশে নিরাপত্তা জোরদার করা হয়েছে। এছাড়া বিদেশি মুসল্লিদের নিরাপত্তার জন্য বিশেষ ব্যবস্থা করা হয়েছে।
ধুনট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হাফিজুর রহমান জানান, ইজতেমা ময়দানের মুসল্লিদের জন্য বিশুদ্ধ খাবার পানি, নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ ব্যবস্থা ও প্রাথমিক চিকিৎসাসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্য ক্রয়-বিক্রয়ে ব্যবস্থা করা হয়েছে।
এমএএস/পিআর
সর্বশেষ - দেশজুড়ে
- ১ টাঙ্গাইলে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ৩ শিক্ষার্থী নিহত
- ২ ভেকু দিয়ে নির্মাণাধীন রাস্তা কাটলেন আওয়ামী লীগ নেতা
- ৩ মা হলো ধর্ষণের শিকার কিশোরী, তিন মাসেও আসামিকে ধরতে ব্যর্থ পুলিশ
- ৪ সুদের টাকা আদায়ে ব্যবসায়ীর নামে আওয়ামী লীগ নেতার ১৯ মামলা
- ৫ নিজ বাড়িতে ‘যৌনকর্মীদের’ আশ্রয়, জামায়াত নেতাকে দল থেকে বহিষ্কার