ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

ঝালকাঠিতে আনারসের আকাশচুম্বী দাম

জেলা প্রতিনিধি | ঝালকাঠি | প্রকাশিত: ১০:০৭ পিএম, ১১ জুলাই ২০২১

বর্তমানে করোনাভাইরাসের সংক্রমণের পাশাপাশি মৌসুমি জ্বরে আক্রান্ত হচ্ছে বিভিন্ন বয়সী মানুষ। রোগীদের রোগ প্রতিরোধ শক্তি বৃদ্ধির জন্য এক অপরিহার্য ফল হলো আনারস। ফলে এর রয়েছে প্রচুর চাহিদা। এদিকে চাহিদা বেশি থাকায় হাট-বাজারগুলোতে আনাসের দাম এখন আকাশচুম্বী।

রোববার (১১ জুলাই) ঝালকাঠি শহরের কালীবাড়ি রোডস্থ ফলের দোকানগুলোতে এমন চিত্র দেখা গেছে।

সরেজমিন দেখা যায়, বাজারে মাঝারি ধরনের প্রতি পিস আনারস ৮০ টাকা দরে বিক্রি হচ্ছে। আকারে একটু বড় হলেই দাম হাকানো হচ্ছে ১০০ টাকা। আকারে যত ছোটই হোক, আনারসের সর্বনিম্ন দাম ৫০ টাকা। প্রতিবছর এ মৌসুমে বড় আকারের আনারসগুলোর দাম থাকতো ৩০-৪০ টাকা।

এদিকে আনারসের আকাশচুম্বী দামের কারণে নিম্নআয়ের মানুষের জন্য সাধ্যের বাইরের ফল হয়ে দাঁড়িয়েছে এটি।

ক্রেতা আলমগীর হোসেন রাজু জানান, ক্ষুদ্রব্যবসা পরিচালনা করে জীবিকা নির্বাহ করি। করোনার কারণে উপার্জন প্রায় বন্ধ রয়েছে। কোনো রকমে সংসার চালাচ্ছেন। এ মুহূর্তে পরিবারের কেউ জ্বরে আক্রান্ত হলে বা সন্তানদের জন্য চাইলেও আনারস কিনতে পারছেন না তিনি।

বিক্রেতা মাসুম হোসেন জানান, করোনাভাইরাসের কারণে পণ্য পরিবহন খরচ বেশি পড়ছে, তাই দামও বেশি।

পুষ্টি বিজ্ঞান অনুযায়ী, আনারস পুষ্টির একটি বড় উৎস। এতে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন এ ও সি, ক্যালসিয়াম, পটাশিয়াম এবং ফসফরাস। এসব উপাদান মানবদেহের পুষ্টির অভাব পূরণে কার্যকর ভূমিকা পালন করে। এছাড়া আনারস ওজন কমাতে সাহায্য করে। কারণ এতে প্রচুর ফাইবার ও কম ফ্যাট রয়েছে।

আনারসে রয়েছে প্রচুর পরিমাণে ক্যালশিয়াম ও ম্যাঙ্গানিজ। ক্যালশিয়াম হাড়ের গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে ও ম্যাঙ্গানিজ হাড়কে মজবুত করে। প্রতিদিনের খাবার তালিকায় পরিমিত পরিমাণ আনারস রাখলে হাড়ের সমস্যাজনিত যে কোনো রোগ প্রতিরোধ করা সম্ভব। এদিকে আনারসের ক্যালশিয়াম দাঁতের সুরক্ষায় কাজ করে। প্রতিদিন আনারস খেলে দাঁতে জীবাণুর আক্রমণ কম হয়। আর আনারসে রয়েছে ব্রোমেলিন, যা হজমশক্তিকে উন্নত করতে সাহায্য করে।

 

আতিকুর রহমান/এসএমএম/এমকেএইচ