ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

চলছে সেতুর সংস্কারকাজ, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১০ কিলোমিটার যানজট

সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) | প্রকাশিত: ০৩:১৪ পিএম, ১৩ জুলাই ২০২১

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার লাঙ্গলবন্দ সেতুর সংস্কারকাজ চলছে। এতে দীর্ঘ ১০ কিলোমিটার যানজটের সৃষ্টি হয়েছে। মঙ্গলবার (১৩ জুলাই) দুপুর আড়াইটার দিকে এমন চিত্র দেখা গেছে।

খোঁজ নিয়ে জানা যায়, সেতুর সংস্কারকাজের জন্য এই মহাসড়কে মঙ্গলবার সকাল থেকে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ রাখা হয়েছে। এতে হাজারও পণ্যবাহী পরিবহন আটকা পড়েছে।

সরেজমিনে গিয়ে দেখা যায়, ঢাকা- চট্টগ্রাম মহাসড়কের শিমরাইল, সাইনবোর্ড, কাঁচপুর এলাকায় প্রচুর গাড়ি যানজটে আটকে রয়েছে। এদিকে সেতু সংস্কারের কথা চালকদের অধিকাংশই জানেন না। দীর্ঘ সময় যানজটে আটকে থেকে যানবাহনের চালক ও যাত্রীরা চরম দুর্ভোগ পোহাচ্ছেন।

jagonews24

পারভেজ নামে এক ট্রাক চালক জানান, তিনি সকাল ৭টায় সাইনবোর্ডে আটকা পড়েছেন। সেতু সংস্কারের কথা তিনি জানেন না।

বিল্লাল হোসেন নামে আরেক ট্রাক চালক বলেন, ‘আমি ভোর ৫টা থাইক্যা জ্যামে আটকা আছি। রাস্তায় কাজ চলে আমি জানতাম না।’

jagonews24

আসাদুজ্জামান নামে এক ট্রাক চালক বলেন, ‘আমি মদনপুর যামু। ১ ঘণ্টা ধইরা বইয়া আছি। রাস্তা বন্ধ থাকব জানলে গাড়ি লইয়্যা বাইর হইতাম না।’

মিনা আক্তার নামে এক নারী পরিবার নিয়ে পিকআপে গ্রামের বাড়ি যাচ্ছেন। তিনি জানান, ‘আমি গৌরীপুর যামু। ৩ ঘণ্টা ধইরা জ্যামে আছি।’

jagonews24

এ বিষয়ে কাঁচপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান বলেন, ‘লাঙ্গলবন্দ সেতুর সংস্কার কাজ চলবে এ বিষয়ে গত দুদিন আমরা মাইকিং করেছি। এখন চট্টগ্রামমুখী যে পণ্যবাহী গাড়িগুলো আটকা আছে তাদের বলা হয়েছে নরসিংদী দিয়ে ব্রাক্ষণবাড়িয়া হয়ে বের হতে। আর ঢাকামুখী গাড়িগুলো মিনারবাজার দিয়ে সোনারগাঁওয়ের মোগরাপাড়া হয়ে বিকল্প রাস্তা দিয়ে যেতে বলা হয়েছে।’

সবার সহযোগিতা কামনা করে সড়ক ও জনপথ বিভাগের উপ বিভাগীয় প্রকৌশলী আবুল হোসাইন জানান, ১৪ জুলাই দুপুর ১২টা পর্যন্ত লাঙ্গলবন্দ সেতুর উভয় লেন বন্ধ থাকবে।

এসকে শাওন/এসজে/জেআইএম