কারাভোগ শেষে দেশে ফিরে গেলেন ৩ ভারতীয়
অবৈধ অনুপ্রবেশের দায়ে আড়াই বছর কারাভোগ শেষে দিনাজপুরের হিলি চেকপোস্ট দিয়ে দেশে ফিরে গেছেন বাকপ্রতিবন্ধী কিশোরসহ তিন ভারতীয় নাগরিক। দিনাজপুর জেলা কারাগারে কারাভোগ শেষে তাদের ফেরত পাঠানো হয়।
মঙ্গলবার (১৩ জুলাই) দুপুরে হিলি ইমিগ্রেশন কর্মকর্তা সেকেন্দার আলী ভারতের হিলি ইমিগ্রেশন কর্মকর্তার কাছে ওই তিন ভারতীয় নাগরিকে হস্তান্তর করেন।
হিলি ইমিগ্রেশন ওসি সেকেন্দার আলী জানান, তিন ভারতীয় নাগরিক আড়াই বছর কারাভোগের পর আজ দেশে ফেরত পাঠানো হয়েছে। অবৈধ অনুপ্রবেশের দায়ে তারা বিজিবির হাতে আটক হয়েছিলেন।
ফেরত পাঠানো নাগরিকরা হলেন- ভারত হিলির ধরন্দা গ্রামের বিনত দেব নাথের ছেলে মানিক দেব নাথ (৩০)। উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর থানার চতরাগাছ গ্রামের মৃত নাসির উদ্দীনের ছেলে তাজো মুহাম্মদ (৪০) ও একই গ্রামের বরদুল মুহাম্মদের ছেলে বাকপ্রতিবন্ধী কিশোর অকিল মুহাম্মদ।
এমদাদুল হক মিলন/এএইচ/এমএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ খালেদা জিয়ার আদর্শই হবে আমাদের আগামীর চালিকাশক্তি
- ২ বিএনপির ২ নেতাকে কুপিয়ে জখম, উপজেলা জামায়াত আমির গ্রেফতার
- ৩ চাঁপাইনবাবগঞ্জে নিম্নমানের খেজুর মজুত, দোকানির লাখ টাকা জরিমানা
- ৪ নির্বাচনি প্রচারণার প্রথম দিন মৌলভীবাজারে জনসভা করবেন তারেক রহমান
- ৫ সাংবাদিকদের নিয়ে বিতর্কিত মন্তব্য করে তোপের মুখে বদিউল আলম