ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

লক্ষ্মীপুরে সাড়ে তিন হাজার অসহায় পেলেন প্রধানমন্ত্রীর উপহার

জেলা প্রতিনিধি | লক্ষ্মীপুর | প্রকাশিত: ০৪:১৮ পিএম, ১৩ জুলাই ২০২১

লক্ষ্মীপুর সদর উপজেলার সাতটি ইউনিয়নের সাড়ে তিন হাজার অসহায়ের মাঝে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে চাল বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (১৩ জুলাই) সকালে উপজেলার উত্তর হামছাদী ইউনিয়ন পরিষদের সামনে এসব খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।

jagonews24

এসময় উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর-২ (রায়পুর ও সদরের একাংশ) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট নুরউদ্দিন চৌধুরী নয়ন, জেলা প্রশাসক আনোয়ার হোছাইন আকন্দ, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাসুম, লক্ষ্মীপুর আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) জসিম উদ্দিন, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসীম উদ্দিন, সদর থানা আওয়ামী লীগের আহ্বায়ক হুমায়ুন কবির পাটওয়ারী, ইউপি চেয়ারম্যান এমরান হোসেন নান্নু প্রমুখ।

করোনা সংক্রমণ রোধে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে সদর উপজেলার সাতটি ইউনিয়নের সাড়ে তিন হাজার অসহায় পরিবারের তালিকা করা হয়। এর ভিত্তিতে প্রত্যেক ইউনিয়নের ৫০০ পরিবারকে এসব খাদ্যসামগ্রী দেয়া হয়।

কাজল কায়েস/এসআর/জিকেএস