ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

চাঁপাইনবাবগঞ্জে ভটভটি উল্টে প্রাণ গেল যুবকের

জেলা প্রতিনিধি | চাঁপাইনবাবগঞ্জ | প্রকাশিত: ০৬:১৭ পিএম, ১৩ জুলাই ২০২১

চাঁপাইনবাবগঞ্জে ভটভটি উল্টে মো. রাজন (৩০) নামের এক যুবক নিহত হয়েছেন। মঙ্গলবার (১৩ জুলাই) দুপুরে শহরের নয়াগোলার সাতনইল এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত রাজন চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার পিটিআই বস্তির বাসিন্দা।

স্থানীয়রা জানান, উপজেলার নয়াগোলা এলাকা দিয়ে ভটভটিতে টিন ও লোহার রড নিয়ে যাচ্ছিলেন মো. রাজন। এসময় নিয়ন্ত্রণ হারিয়ে ভটভটি উল্টে গেলে আরোহী রাজন গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

চাঁপাইনবাবগঞ্জ মডেল থানার ওসি (তদন্ত) মিন্টু রহমান বলেন, পরিবারের পক্ষ থেকে আপত্তি না থাকায় মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

সোহান মাহমুদ/আরএইচ/জেআইএম