টাঙ্গাইলে বিনামূল্যে অক্সিজেন-অ্যাম্বুলেন্স সেবা চালু ছাত্রলীগের
টাঙ্গাইলে বিনামূল্যে অক্সিজেন সরবরাহ ও অ্যাম্বুলেন্স সার্ভিস চালু করেছে জেলা ছাত্রলীগ। বুধবার (১৪ জুলাই) কর্মসূচির উদ্বোধন করেন জেলা ছাত্রলীগের আহ্বায়ক মোস্তাফিজুর রহমান সোহেল।
এ বিষয়ে জেলা ছাত্রলীগের আহ্বায়ক মোস্তাফিজুর রহমান সোহেল বলেন, কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের নির্দেশনায় ও বর্তমান করোনা দুর্যোগের মানবিক কর্মসূচির আওতায় টাঙ্গাইলে বিনামূল্যে অক্সিজেন সিলিন্ডার ও অ্যাম্বুলেন্স সার্ভিস কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।

তিনি জানান, নির্ধারিত নম্বরে জেলার যে কোনো প্রান্তের করোনা আক্রান্ত রোগী বা তার স্বজন ফোন করলেই তার কাছে পৌঁছে দেয়া হবে অক্সিজেন ভর্তি সিলিন্ডার কিংবা অ্যাম্বুলেন্স। এ সেবার জন্য তাদের কোনো প্রকার টাকা দিতে হবে না।
এসময় জেলা ছাত্রলীগের যুগ্ম-আহবায়ক শফিউল আলম মুকুলসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন
আরিফ উর রহমান টগর/আরএইচ/জেআইএম
সর্বশেষ - দেশজুড়ে
- ১ নারায়ণগঞ্জে সুষ্ঠু-নিরপেক্ষ নির্বাচন নিশ্চিতের দাবি জমিয়ত নেতার
- ২ বেনাপোল দিয়ে তিনদিনে সাড়ে ৪ হাজার পাসপোর্টধারী যাতায়াত
- ৩ নারায়ণগঞ্জ কর্তৃপক্ষ দ্রুত বাস্তবায়নের তাগিদ ব্যবসায়ীদের
- ৪ মাদারীপুর থেকে লুণ্ঠিত ৪৬২ গ্যাস সিলিন্ডার আশুলিয়ায় উদ্ধার
- ৫ স্ট্যাম্পে অঙ্গীকার দিয়ে বিএনপিতে যোগ দিলেন ছাত্রলীগ নেতা