১১ দিন ধরে নিখোঁজ স্কুলছাত্র নাহিদুল ইসলাম
সিলেট নগরের প্রাচীনতম বিদ্যাপীঠ রাজা জিসি স্কুলের ৬ষ্ঠ শ্রেণির ছাত্র নাহিদুল ইসলাম (১৩) ১১ দিন ধরে নিখোঁজ রয়েছে। সে মাছিমপুর দোয়েল-১৬ নম্বর বাসার শামীম আহমদের ছেলে।
নাহিদুলের বাবা শামীম আহমদ বলেন, গত ৩০ নভেম্বর বিকেল ৪ টায় বাসা থেকে খেলার উদ্দেশ্যে বের হয়ে আজও বাসায় ফিরেনি নাহিদুল। সম্ভাব্য সকল স্থানে খোঁজাখুঁজির পরও তার সন্ধান না পাওয়ায় তিনি বাদী হয়ে গত ৫ ডিসেম্বর কোতোয়ালী মডেল থানায় একটি সাধারণ ডায়েরি করেন।
নিখোঁজ নাহিদুল ইসলামের বয়স ১৩ বছর। গায়ের রং শ্যামলা, উচ্চতা ৫ ফুট, মুখমন্ডল লম্বাটে। হারনোর সময় তার পরনে ছিল ছাপা ফুল শার্ট ও ফুল প্যান্ট। সে সিলেটের আঞ্চলিক ভাষায় কথা বলে। কোনো সুহৃদয় ব্যক্তি তার সন্ধান পেলে ০১৯৫৩৪৯২৮২১ নম্বরে যোগাযোগের অনুরোধ জানিয়েছেন তার বাবা শামীম আহমদ।
ছামির মাহমুদ/এসএস/পিআর
সর্বশেষ - দেশজুড়ে
- ১ স্বাস্থ্যের ডিজির সঙ্গে তর্কে জড়ানো চিকিৎসককে অব্যাহতি ও শোকজ
- ২ মৃতের বাড়ি থেকে ফেরার পথে সড়কে লাশ হলেন শাশুড়ি-পুত্রবধূ
- ৩ গাজীপুরে ভাড়া ফ্ল্যাটের দরোজা ভেঙে প্রধান শিক্ষিকার মরদেহ উদ্ধার
- ৪ নির্বাচন কমিশন মেরুদণ্ডহীন, ইউনূসের হাত রক্তে রঞ্জিত
- ৫ ঠাকুরগাঁওয়ে সারের ডিলারশিপ বাঁচাতে পদ ছাড়লেন ইউপি চেয়ারম্যান