ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

নোয়াখালীতে অস্ত্রসহ ৫ যুবক গ্রেফতার

জেলা প্রতিনিধি | নোয়াখালী | প্রকাশিত: ০৬:৪৮ পিএম, ১৪ জুলাই ২০২১

নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ পাঁচ যুবককে গ্রেফতার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

মঙ্গলবার (১৩ জুলাই) দিবাগত রাতে উপজেলার চরঈশ্বর ইউনিয়নের তালুকদার গ্রাম থেকে তাদের গ্রেফতার করা হয়।

আটকৃতরা হলেন- হাতিয়া উপজেলার নলচিরা ইউনিয়নের ফজল করিমের ছেলে মো. হেলাল উদ্দিন (৩০) ও দুলাল উদ্দিন (২৫), মো. আলা উদ্দিনের ছেলে মো. জিসান উদ্দিন প্রকাশ সুমন (২১), জাহাঙ্গীর আলমের ছেলে মো. মামুন (২১) এবং চরকিং ইউনিয়নের জমিদার উদ্দিনের ছেলে মো. আকরাম হোসেন (২১)।

র‍্যাব-১১ সিপিসি-৩ লক্ষ্মীপুরের উপ-সহকারী পরিচালক (ডিএডি) মো. সাইফুল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে চরঈশ্বর ইউনিয়নের তালুকদার গ্রামের হানিফ মেম্বারের বাড়ির রাস্তার মাথায় অভিযান চালায় র‌্যাব। এ সময় দুটি পাইপগান, তিনটি কার্তুজ, দুটি ককটেল, একটি পাইরোটেনিক বিস্ফোরক ও ডাকাতির কাজে ব্যবহৃত মোবাইল ফোনসহ তাদের গ্রেফতার করা হয়। পরে মামলা দিয়ে তাদের থানায় সোপর্দ করা হয়েছে।

হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল খায়ের জাগো নিউজকে বলেন, র‌্যাবের করা মামলায় তাদের গ্রেফতার দেখিয়ে বৃহস্পতিবার (১৫ জুলাই) তাদের নোয়াখালী চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হবে।

ইকবাল হোসেন মজনু/আরএইচ/জেআইএম