ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

শার্শায় ৬ জুয়াড়ি গ্রেফতার

বেনাপোল (যশোর) | প্রকাশিত: ০৮:১৮ পিএম, ১৪ জুলাই ২০২১

যশোরের শার্শায় ছয় জুয়াড়িকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (১৪ জুলাই) ভোরে উপজেলার গোড়পাড়া গ্রামের জয়নাল আবেদীনের বাড়ি থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতাররা হলেন- গোড়াপাড়া কলোনীপাড়া গ্রামের সিদ্দিকুর রহমানের ছেলে জয়নাল আবেদীন (৩৫), আবুল কাশেমের ছেলে মোসলেম শেখ (৩২), রবিউল ইসলামের ছেলে কামাল হোসেন (৩৫), শফিকুল ইসলামের ছেলে ইউনুচ আলী (৩৫), আবু হানিফের ছেলে সোহান মিয়া (২২) ও মৃত আবুল হোসেনের ছেলে হাকিম (৩৬)।

গোড়পাড়া পুলিশ ক্যাম্পের ভারপ্রাপ্ত ইনচার্জ সামনুর মোল্লা সোহান জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে দুই প্যাকেট তাস এবং নগদ ৫ হাজার ৪৬০ টাকাসহ তাদের গ্রেফতার করা হয়। মামলা দিয়ে বিকেলে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়ে।

মো. জামাল হোসেন/আরএইচ/জেআইএম