চাঁপাইনবাবগঞ্জে ঈদুল আজহার প্রধান জামাত পুরাতন স্টেডিয়ামে
করোনার বিস্তার রোধে সামাজিক দূরত্ব বজায় রেখে চাঁপাইনবাবগঞ্জে ঈদুল আজহার প্রধান জামাত সকাল ৮টায় পুরাতন স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।
বুধবার (১৪ জুলাই) সন্ধ্যায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক সভায় এ সিদ্ধান্তের কথা জানানো হয়।
সভায় বক্তব্য রাখেন চাঁপাইনবাবগঞ্জ সদর আসনের সংসদ সদস্য হারুনুর রশীদ, জেলা আওয়ামী লীগের সভাপতি জিয়াউল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মাহবুব আলম, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি রহুল আমিন, চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার মেয়র তসিকুল ইসলাম তসি, ইসলামিক ফাউন্ডেশনের ডিডি আবুল কামাম প্রমুখ।
আগামী ২১ জুলাই সারাদেশে ঈদুল আজহা অনুষ্ঠিত হবে।
সোহান মাহমুদ/এমএস