ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

চাঁপাইনবাবগঞ্জে ঈদুল আজহার প্রধান জামাত পুরাতন স্টেডিয়ামে

জেলা প্রতিনিধি | চাঁপাইনবাবগঞ্জ | প্রকাশিত: ০৮:৫০ পিএম, ১৪ জুলাই ২০২১

করোনার বিস্তার রোধে সামাজিক দূরত্ব বজায় রেখে চাঁপাইনবাবগঞ্জে ঈদুল আজহার প্রধান জামাত সকাল ৮টায় পুরাতন স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।

বুধবার (১৪ জুলাই) সন্ধ্যায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক সভায় এ সিদ্ধান্তের কথা জানানো হয়।

সভায় বক্তব্য রাখেন চাঁপাইনবাবগঞ্জ সদর আসনের সংসদ সদস্য হারুনুর রশীদ, জেলা আওয়ামী লীগের সভাপতি জিয়াউল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মাহবুব আলম, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি রহুল আমিন, চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার মেয়র তসিকুল ইসলাম তসি, ইসলামিক ফাউন্ডেশনের ডিডি আবুল কামাম প্রমুখ।

আগামী ২১ জুলাই সারাদেশে ঈদুল আজহা অনুষ্ঠিত হবে।

সোহান মাহমুদ/এমএস