ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

নোয়াখালীতে করোনার অর্ধেক রোগীই দুই উপজেলায়

জেলা প্রতিনিধি | নোয়াখালী | প্রকাশিত: ১১:৩৭ এএম, ১৫ জুলাই ২০২১

নোয়াখালীর নয় উপজেলায় করোনা আক্রান্ত মোট রোগীর সংখ্যা ১৩ হাজার ৩৩৬ জন। আর এর অর্ধেকের বেশি রোগীই সদর ও বেগমগঞ্জ উপজেলার।

এ দুই উপজেলায় মোট আক্রান্তের সংখ্যা সাত হাজার ৫২৮ জন। এর মধ্যে সদর উপজেলায় চার হাজার ৯১৮ জন ও বেগমগঞ্জ উপজেলায় দুই হাজার ৬১০ জন।

অন্য সাত উপজেলা মিলিয়ে আক্রান্তের সংখ্যা পাঁচ হাজার ৮০৮ জন। এর মধ্যে, সুবর্ণচরে ৫২৮ জন, হাতিয়ায় ২০৬ জন, সোনাইমুড়ীতে ৯১৪ জন, চাটখিলে ৬৮২ জন, সেনবাগে ৭৭১ জন, কোম্পানীগঞ্জে এক হাজার ৪৬৪ জন এবং কবিরহাটে এক হাজার ২৪৩ জন।

বুধবার (১৪ জুলাই) রাতে জেলা সিভিল সার্জন অফিস থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করেছে।

এতে আরও বলা হয়েছে, জেলার সদর ও বেগমগঞ্জে করোনায় মৃত্যুর সংখ্যাও জেলার মোট মৃতের অর্ধেকের বেশি। জেলায় ১৬০ জনের মধ্যে এই দুই উপজেলাতেই মারা গেছেন ৮৫ জন। এর মধ্যে সদরে ২৯ জন ও বেগমগঞ্জে ৫৬ জন। অন্যান্য উপজেলার মধ্যে সূবর্ণচরে পাঁচজন, সোনাইমুড়ীতে নয়জন, চাটখিলে ১৬ জন, সেনবাগে ২০ জন, কোম্পানীগঞ্জে চারজন ও কবিরহাটে ২১ জন মারা গেছেন।

এদিকে জেলায় গত ২৪ ঘণ্টায় করোনা শনাক্ত হয়েছে ১৯৭ জনের। ৬২৩ জনের নমুনা পরীক্ষায় এ ফলাফল পাওয়া গেছে। শনাক্তের হার ৩১ দশমিক ৬২ শতাংশ।

নতুন আক্রান্তদের মধ্যে নোয়াখালী সদরে ৫৬ জন, সূবর্ণচরে পাঁচজন, হাতিয়ায় সাতজন, বেগমগঞ্জে ১৩ জন, সোনাইমুড়ীতে ৩৩ জন, চাটখিলে ২১ জন, সেনবাগে ১৯ জন, কোম্পানীগঞ্জে ২৭ জন ও কবিরহাটের ১৬ জন রয়েছে।

এদিকে জেলায় মোট আক্রান্তের হার ১২ দশমিক ৬৮ শতাংশ। বর্তমানে আইসোলেশনে আছে পাঁচ হাজার ১৭ জন। এর মধ্যে, কোভিড ডেডিকেটেড হাসপাতালে (শহীদ ভুলু স্টেডিয়াম) ভর্তি আছেন ৮৩ জন।

ইকবাল হোসেন মজনু/এমএইচআর/এএসএম