ছাত্রলীগ নেতা রকি হত্যা মামলার আসামি মানিক গ্রেফতার
গাইবান্ধার ফুলছড়ি উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আশিকুর রহমান রকি হত্যা মামলার এজাহারভুক্ত ৪ নম্বর আসামি মানিক মিয়াকে গ্রেফতার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১৫ জুলাই) দুপুরে লালমনিরহাটের আদিতমারীতে এক নিকটাত্মীয়ের বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। পরে বিকেলে গাইবান্ধা সদর থানায় নিয়ে আনা হয়।
গ্রেফতার মানিক মিয়া ফুলছড়ি উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আশিকুর রহমান রকি হত্যা মামলার প্রধান আসামি কাঞ্চনের বড় ভাই।
মামলার এজাহার সূত্রে জানা যায়, দুই মাস আগে পূর্বপাড়া গ্রামের নবাব আলীর ছেলে কাঞ্চনের সঙ্গে মোটরসাইকেল ওভারটেক নিয়ে রকির বাগবিতণ্ডা হয়। রোববার (১১ জুলাই) রাত ১০টার দিকে গাইবান্ধার ফুলছড়ি উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আশিকুর রহমান রকি ওষুধ কিনতে মোটরসাইকেলযোগে বের হন। গাইবান্ধা শহরের পূর্বপাড়া হালিম বিড়ি কারখানার সামনে পৌঁছালে কাঞ্চন ও তার সঙ্গীরা তাকে পথরোধ করে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে হত্যা করেন।
এ ঘটনায় নিহতের বড় ভাই আতিকুর রহমান বাদী হয়ে ১০ জনের নামে গাইবান্ধা সদর থানায় মামলা দায়ের করেন।
জাহিদ খন্দকার/এসআর
সর্বশেষ - দেশজুড়ে
- ১ স্বাস্থ্যের ডিজির সঙ্গে তর্কে জড়ানো চিকিৎসককে অব্যাহতি ও শোকজ
- ২ মৃতের বাড়ি থেকে ফেরার পথে সড়কে লাশ হলেন শাশুড়ি-পুত্রবধূ
- ৩ গাজীপুরে ভাড়া ফ্ল্যাটের দরোজা ভেঙে প্রধান শিক্ষিকার মরদেহ উদ্ধার
- ৪ নির্বাচন কমিশন মেরুদণ্ডহীন, ইউনূসের হাত রক্তে রঞ্জিত
- ৫ ঠাকুরগাঁওয়ে সারের ডিলারশিপ বাঁচাতে পদ ছাড়লেন ইউপি চেয়ারম্যান