সাতক্ষীরায় শিবির নেতাসহ গ্রেফতার ৪২
সাতক্ষীরা জেলা শিবিরের সাবেক সভাপতি জাহিদুল ইসলামসহ ৪২ জনকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার রাত থেকে বৃহস্পতিবার দুপুর ১২টা পর্যন্ত জেলার আটটি থানার বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারদের মধ্যে জামায়াতের ১১ জন, শিবিরের একজন এবং নিয়মিত মামলার ৩০ জন আসামি রয়েছে।
জেলা পুলিশের বিশেষ শাখার উপ-পরিদর্শক (এসআই) ইনামুল হক জাগো নিউজকে বলেন, র্যাব, পুলিশ ও বিজিবি যৌথভাবে অভিযান চালিয়ে সাতক্ষীরা সদর থানা থেকে ১২ জন, তালায় ২ জন, কলারোয়ায় ৭ জন, কালিগঞ্জে ৬ জন, শ্যামনগরে ৫ জন, আশাশুনিতে ৩ জন, দেবহাটায় ৩ জন ও পাটকেলঘাটা থানা থেকে ৪ জনকে গ্রেফতার করেছে। গ্রেফতারদের বিরুদ্ধে নাশকতাসহ বিভিন্ন অভিযোগে মামলা রয়েছে।
এসএস/পিআর
সর্বশেষ - দেশজুড়ে
- ১ ঠাকুরগাঁওয়ে সারের ডিলারশিপ বাঁচাতে পদ ছাড়লেন ইউপি চেয়ারম্যান
- ২ ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ মনোনয়ন না পাওয়া দুই নেতার সমর্থকদের
- ৩ খুলনায় বিএনপির দলীয় মনোনয়ন পুনর্বিবেচনার দাবিতে গণমিছিল
- ৪ ১৫ বছরে দেশ থেকে সাড়ে ২৮ লাখ কোটি টাকা পাচার হয়েছে: শিবির সভাপতি
- ৫ মাদারীপুর-১ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাহারের দাবিতে মহাসড়ক অবরোধ