ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

নরসিংদীতে ছুরিকাঘাতে ইন্টারনেট ব্যবসায়ীকে হত্যা

জেলা প্রতিনিধি | নরসিংদী | প্রকাশিত: ০৩:০০ পিএম, ১৬ জুলাই ২০২১

নরসিংদীতে সাজ্জাদ হোসেন আরিফ (৩৬) নামের এক ইন্টারনেট ব্যবসায়ীকে ছুরিকাঘাতে হত্যা করে পাঁচ ভরি স্বর্ণালঙ্কারসহ এক লাখ ৬৫ হাজার টাকা লুট করে নেয় কয়েকজন মুখোশধারী।

শুক্রবার (১৬ জুলাই) ভোরে পৌর শহরের নাগরিয়াকান্দি এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত সাজ্জাদ হোসেন আরিফ পৗর শহরের নাগরিয়াকান্দি এলাকার মোবারক হায়াত এর ছেলে। তিনি পেশায় ইন্টারনেট ব্যবসায়ী।

নিহতের স্বজনরা জানায়, রাত সাড়ে ৩টার দিকে ৮-১০ জনের একটি মুখোশধারী আরিফের দোতলা বাড়ির পেছনের দিক থেকে জানালার গ্রিল কেটে প্রবেশ করে। পরে তারা বাড়ির লোকজনকে অস্ত্রের মুখে জিম্মি করে আলমিরা ভেঙে পাঁচ ভরি স্বর্ণালঙ্কার ও এক লাখ ৬৫ হাজার টাকা লুট করে নিয়ে যায়। এসময় আরিফ তাদের বাধা দিলে তারা এলোপাতারি ছুরিকাঘাত করেন। এসময় আরিফ মাটিতে লুটিয়ে পড়লে স্বজনরা চিৎকার শুরু করলে মুখোশধারীরা পালিয়ে যান। পরে গুরুত্বর আহত আরিফকে সদর হাসপাতালে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) সাহেব আলী পাঠান বলেন, ডাকাতি নাকি পূর্ব কোনো শত্রুতার জেরে এ ঘটনা ঘটেছে তদন্তের পর তা নিশ্চিত বলা যাবে।

সঞ্জিত সাহা/আরএইচ/এমএস