ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

মুন্সিগঞ্জে বাল্কহেডের ধাক্কায় গরুবোঝাই ট্রলারডুবি

জেলা প্রতিনিধি | মুন্সিগঞ্জ | প্রকাশিত: ০৩:২০ পিএম, ১৬ জুলাই ২০২১

মুন্সিগঞ্জের লৌহজং সংলগ্ন পদ্মার শাখা নদীতে বাল্কহেডের সঙ্গে ধাক্কা লেগে ৩১টি গরুবোঝাই একটি ট্রলার ডুবে গেছে। এর মধ্যে একটি মৃত ও ২৪টি জীবিত গরু উদ্ধার করা হয়েছে। অপর ছয়টি গরু নিখোঁজ রয়েছে।

তবে এ দুর্ঘটনায় হতাহতের কোনো ঘটনা ঘটেনি। আহত হয়েছেন তিনজন। তাদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।

শুক্রবার (১৬ জুলাই) দুপুর দেড়টার দিকে উপজেলার ডহুরি এলাকা সংলগ্ন নদীতে এ দুর্ঘটনা ঘটে।

সিরাজগঞ্জ থেকে নারায়ণগঞ্জের হাটে তোলার জন্য গরুগুলো নিয়ে যাওয়া হচ্ছিল বলে জানিয়েছে নৌ-পুলিশ।

মাওয়া নৌ-পুলিশের ইনচার্জ সিরাজুল কবির জানান, দুপুরে ২৯ গরুর ব্যাপারী ও ৩১টি গরু নিয়ে ট্রলারটি সিরাজগঞ্জ থেকে নারায়ণগঞ্জ যাচ্ছিলো। পথে ডহুরি এলাকায় বাল্কহেডের সঙ্গে ধাক্কা লেগে ডুবে যায় ট্রলারটি। এ সময় ট্রলারে থাকা ব্যক্তিরা সাঁতরে তীরে উঠে আসেন। এরপর স্থানীয়দের সহযোগিতায় ২৪টি গরুকে উদ্ধার করা গেলেও মারা যায় একটি গরু।

শ্রীনগর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার দেওয়ান আজাদ জাগো নিউজকে জানান, স্থানীয়দের মাধ্যমে বিষয়টি জানতে পেরেছি। উদ্ধার অভিযানে সদস্যদের পাঠানোর প্রস্তুতি চলছে।

আরাফাত রায়হান সাকিব/আরএইচ/এসএমএম/এএসএম