হবিগঞ্জে ৯০০ কেজি ভিজিএফের চালসহ একজন আটক
হবিগঞ্জে ভিজিএফের ৯০০ কেজি চালসহ একজনকে আটক করেছে পুলিশ ও জাতীয় গোয়েন্দা নিরাপত্তা সংস্থা। এসময় খাদ্য গুদামের সিল দেয়া ১৭টি খালি বস্তাও উদ্ধার করা হয়।
শুক্রবার (১৬ জুলাই) সদর উপজেলার লোকড়া বাজারে একটি গুদাম থেকে এ চাল উদ্ধার করা হয়।
আটক ব্যক্তির নাম হাছন আলী (৪৫)। তিনি উপজেলার লোকড়া গ্রামের শিরিষ আলীর ছেলে। তার বিরুদ্ধে থানায় মামলা দায়ের প্রক্রিয়াধীন।
পুলিশ জানায়, শুক্রবার দুপুরে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই) ও সদর থানার উপপরিদর্শক (এসআই) আব্দুর রহিমের নেতৃত্বে একদল পুলিশ লোকড়া বাজারে অভিযান চালায়। এসময় একটি গুদাম থেকে ১০টি এবং গোডাউনের মালিকের বাড়ি থেকে আটটি বড় প্লাস্টিকের বস্তায় ভিজিএফের প্রায় ৯০০ কেজি চাল উদ্ধার করা হয়। অভিযানকালে খাদ্য গুদামের সিল দেয়া ১৭টি খালি বস্তা উদ্ধার করা হয়।
বিষয়টি নিশ্চিত করে সদর থানার এসআই আব্দুর রহিম জানান, আটক ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়ের প্রক্রিয়াধীন।
সৈয়দ এখলাছুর রহমান খোকন/এসআর/জেআইএম