ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

বঙ্গবন্ধু সেতুতে টোল আদায় বন্ধ দফায় দফায়, মহাসড়কে ধীরগতি

আরিফ উর রহমান টগর | টাঙ্গাইল থেকে | প্রকাশিত: ০১:১৪ পিএম, ১৭ জুলাই ২০২১

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের বঙ্গবন্ধু সেতুতে দফায় দফায় টোল আদায় বন্ধের কারণে ধীরগতিতে চলছে যানবাহন। ফলে মহাসড়কে পরিবহনের চাপ বাড়ছে বলে জানিয়েছে পুলিশ।

শনিবার (১৭ জুলাই) বেলা ১২টায় এ সড়কের উত্তরবঙ্গগামী অংশে ধীরগতিকে যান চলাচল করলেও ঢাকামুখী যানবাহন স্বাভাবিক গতিতে চলাচল করতে দেখা গেছে।

জানা গেছে, দেশে লকডাউন শিথিল ও আসন্ন ঈদকে কেন্দ্র করে মহাসড়কে পরিবহনের চাপ বেড়েছে কয়েকগুণ। ঈদে ঘরমুখো মানুষের যাতায়াতসহ পশু পরিবহনের জন্য চলাচল করছে বাস-ট্রাকসহ বিভিন্ন পরিবহন। ফলে মহাসড়কের টাঙ্গাইল অংশের ২৩ কিলোমিটার অংশে থেমে থেমে যানজটের সৃষ্টি হয়। এছাড়াও সেতুর পশ্চিমপাড় থেকে মহাসড়ক বর্ধিতকরণের কাজ চলমান থাকায় সেখানে সৃষ্টি হওয়া যানজট গিয়ে ঠেকছে টাঙ্গাইল অংশে।

Tangail-Hiway-pic-3.jpg

অপরদিকে, সেতুর দুইপাশে দীর্ঘ যানজট থাকায় বঙ্গবন্ধু সেতুতে রাতে দুই ঘণ্টা এবং ভোরে পরপর দুইবার টোল আদায় বন্ধ রাখে কর্তৃপক্ষ। এতে বঙ্গবন্ধু সেতুপূর্ব হতে টাঙ্গাইলের ঘারিন্দা পর্যন্ত মহাসড়কের ২৩ কিলোমিটার এলাকাজুড়ে সৃষ্ট যানজটে চরম ভোগান্তিতে পরে যাত্রী ও পরিবহন সংশ্লিষ্টরা।

এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইয়াসির আরাফাত জানান, মহাসড়কে তিনগুণের বেশি পরিবহন চলাচল করছে। এতে গাড়ির চাপ যেমন বেড়েছে তেমনি সিরাজগঞ্জ অংশে মহাসড়কের বর্ধিতকরণ কাজের কারণে যানজট সৃষ্টি হয়েছে।

তিনি জানান, সেতু কর্তৃপক্ষ শুক্রবার রাত ২টা থেকে ৪টা পর্যন্ত সেতুতে টোল আদায় বন্ধ রাখেন। এছাড়া সকাল থেকে আরও দুইবার বন্ধ ছিল টোল আদায়। ফলে মহাসড়কে পরিবহনের চাপ বেড়ে যায়। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে যান চলাচল স্বাভাবিক হতে শুরু করেছে।

আরিফ উর রহমান টগর/এআরএ/এমএস