ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

ধানের চারা রোপণের সময় বজ্রপাতে প্রাণ গেল কৃষকের

জেলা প্রতিনিধি | লালমনিরহাট | প্রকাশিত: ০৩:৪১ পিএম, ১৭ জুলাই ২০২১

লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় বাড়ির পাশের জমিতে ধানের চারা রোপণের সময় বজ্রপাতে আবু হানিফ (৩৮) নামে এক কৃষক নিহত হয়েছেন। এ সময় আরও তিনজন আহত হয়েছে।

শনিবার (১৭ জুলাই) দুপুরে উপজেলার সানিয়াজান ইউনিয়নের নিজ সেখ সুন্দর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আবু হানিফ ওই গ্রামের জমসের আলীর ছেলে।

আহতরা হলেন- রমজান আলী (৪৫) সুরমান মিয়া(৩৫) ও আকবার (৩৫)।

এলাকাবাসী জানান, শনিবার দুপুরে ওই এলাকায় প্রচুর বৃষ্টির সময় বাড়ির পাশের জমিতে আমন ধানের চারা রোপণ করছিলেন আবু হানিফসহ চারজন। এ সময় বজ্রপাতে ঘটনাস্থলেই আবু হানিফ মারা যান। তিনজন আহত হন।

সানিয়াজান ইউনিয়ন চেয়ারম্যান আব্দুল গফুর এর সত্যতা নিশ্চিত করেছেন।

রবিউল হাসান/এসজে/জিকেএস