ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

এক চিতলেই আজগরের মুখে ঈদের হাসি

জেলা প্রতিনিধি | রাজবাড়ী | প্রকাশিত: ০৫:৩৭ পিএম, ১৭ জুলাই ২০২১

অনেক দিন হলো বড় কোনো মাছ পান না। তাই আয়ও হচ্ছিল না। চারদিন পরই কোরবানির ঈদ। কীভাবে সংসার খরচ চালাবেন ভেবে পাচ্ছিলেন না। এক প্রকার দুশ্চিন্তায় পড়েন জেলে আজগর আলী। এর মধ্যেই আশীর্বাদ হয়ে তার জালে ধরা পড়ে ১৬ কেজি ওজনের এক চিতল।

শনিবার (১৭ জুলাই) সকাল ১০টার দিকে রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ার কর্ণেশনা কলাবাগান এলাকায় পদ্মা নদীতে মাছটি ধরা পড়ে তার জালে। বিশাল আকৃতির চিতল মাছ পেয়ে খুশিতে আত্মহারা হয়ে পড়েন। তার মুখে ঈদের হাসি ফোটে।

দুপুরের দিকে দৌলতদিয়া ৫ নম্বর ফেরিঘাটে বিক্রির জন্য মাছটি নিয়ে যান আজগর। এ সময় বিশাল মাছটি দেখতে সেখানে উৎসুক জনতা ভিড় জমায়। পরে ২ হাজার টাকা কেজি দরে মোট ৩২ হাজার টাকায় চিতলটি কিনে নেন মাছ ব্যবসায়ী শাহজাহান শেখ।

জেলে আজগর হালদার বলেন, ‘অনেক দিন হলো বড় কোনো মাছ পাই না। সামনে ঈদ তাই খুব চিন্তা হচ্ছিল, কীভাবে ঈদ করব। মাছটি পেয়ে আমার সেই চিন্তা দূর হয়ে গেছে। এখন পরিবারসহ আমি খুব ভালোভাবে ঈদ আনন্দ করতে পারব।’

মাছ ব্যবসায়ী সম্রাট শাহজাহান শেখ জানান, মাছটি কেনার পর ঢাকায় এক পরিচিত ব্যবসায়ীর কাছে ২ হাজার ১০০ টাকা কেজি দরে মোট ৩৩ হাজার ৬০০ টাকায় বিক্রি করেন।

রুবেলুর রহমান/এসজে/জিকেএস