শিশু ধর্ষণের অভিযোগে দুই কিশোর গ্রেফতার
প্রতীকী ছবি
রংপুরের কাউনিয়ায় আট বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় দুই কিশোরকে গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার (১৭ জুলাই) তাদের আদালতে পাঠানো হয়। অভিযুক্ত দুই কিশোরের বয়স ১২ ও ১৩ বছর।
শনিবার (১৭ জুলাই) কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুমুর রহমান বলেন, ‘শুক্রবার বিকেল সাড়ে ৩টার দিকে মেয়ে শিশুটি বাড়ির বাইরে খেলছিল। এ সময় প্রতিবেশী ভাই সম্পর্কের ১২ ও ১৩ বছর বয়সের দুই ছেলে শিশু মেয়েটিকে কানামাছি খেলার কথা বলে বাড়ির পাশের একটি নির্জন ঘরে নিয়ে গিয়ে ধর্ষণ করে। মেয়েটি বাড়িতে এসে তার মাকে বিষয়টি জানায়। পরে খবর পেয়ে রাতেই ঘটনাস্থল থেকে অভিযুক্ত দুই শিশুকে আটক করে পুলিশ।’
ওসি মাসুমুর রহমান আরও বলেন, ‘এ ঘটনায় শুক্রবার রাতে ধর্ষণের শিকার শিশুটির বাবা বাদী হয়ে ওই দুই শিশুকে আসামি করে মামলা করেছেন। অভিযুক্ত দুই শিশুকে শনিবার বিকেলে রংপুর আদালতে এবং শিশুটির ডাক্তারি পরীক্ষার জন্য তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের ফরেনসিক বিভাগে পাঠানো হয়েছে।’
যীতু কবির/এসজে/এমকেএইচ
সর্বশেষ - দেশজুড়ে
- ১ অদক্ষতার কারণে কম বেতনের চাকরিতেও বেশি খরচে বিদেশে যায় শ্রমিকরা
- ২ যৌথবাহিনীর অভিযানে আটকের পর বহিষ্কৃত যুবদল নেতার মৃত্যু
- ৩ কুড়িগ্রামে বাড়ছে শীতের দাপট, ১২ ডিগ্রিতে তাপমাত্রা
- ৪ বাজারের অনিশ্চয়তায় থমকে আছে চাঁপাইনবাবগঞ্জের অর্থনীতি
- ৫ ফোন কিনতে বন্ধুদের নিয়ে বাড়িতে ডাকাতির নাটক, ৩ কিশোর গ্রেফতার