ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

চাঁপাইনবাবগঞ্জে দুই সন্তানের জননীর আত্মহত্যা

জেলা প্রতিনিধি | চাঁপাইনবাবগঞ্জ | প্রকাশিত: ০৮:৪৬ এএম, ১৮ জুলাই ২০২১

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে গলায় ফাঁস দিয়ে মাজেদা বেগম (৪২) নামে এক নারীর আত্মহত্যা করেছেন।

শনিবার (১৭ জুলাই) সন্ধ্যায় উপজেলার বঙ্গেরশেরপুর গ্রামে এ ঘটনা ঘটে। মৃত ওই নারী উপজেলার বঙ্গেরশেরপুর গ্রামের জেন্টু আলীর স্ত্রী ও দুই সন্তানের জননী।

স্থানীয়রা জানান, বিভিন্ন এনজিও থেকে ঋণ নিয়ে পরিবার দুশ্চিন্তায় ছিল। ঋণে জর্জরিত হয়ে মাজেদা বেগম নিজ ঘরে গলায় রশি বেঁধে আত্মহত্যা করেন।

স্থানীয় ইউপি সদস্য মুসা বলেন, ঋণগ্রস্ত হয়ে মানসিক সমস্যায় ভুগতে থাকা মাজেদা বেগম বাড়িতে কেউ না থাকার সুযোগে ঘরে রশিতে ঝুলে আত্মহত্যা করেন।

বিষয়টি নিশ্চিত করে গোমস্তাপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দিলীপ কুমার দাস জানান, সংসারে অভাব-অনটনের কারণে এ আত্মহত্যার ঘটনাটি ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।

মরদেহ ময়নাতদন্তের জন্য চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। থানায় অপমৃত্যু মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

সোহান মাহমুদ/বিএ/জিকেএস