ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

ঈদের ছুটিতে সীমিত আকারে চলবে চাতলাপুর শুল্ক স্টেশনের কার্যক্রম

জেলা প্রতিনিধি | প্রকাশিত: ০৬:৩১ পিএম, ১৮ জুলাই ২০২১

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে মৌলভীবাজারের কুলাউড়ার চাতলাপুর স্থল শুল্ক স্টেশনে সীমিত আকারে চলবে কার্যক্রম। তবে ঈদের দিন (২১ জুলাই) বন্ধ থাকবে আমদানি-রফতানি। শুধু জরুরি পণ্য খালাস করা হবে।

রোববার (১৮ জুলাই) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন চাতলাপুর সিঅ্যান্ডএফ এজেন্টস স্টাফ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সোহেল রানা চৌধুরী।

তিনি জানান, পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ইতোমধ্যে মুসলিম স্টাফদের ছুটি দেয়া হয়েছে। সনাতন ধর্মাবলম্বী স্টাফদের এখানে রাখা হয়েছে। শুধু ঈদুল আজহার দিন বুধবার ভারত থেকে এই স্থল শুল্ক স্টেশনে আমদানি-রফতানি কার্যক্রমসহ কাস্টমস ও বন্দরের সামগ্রিক কার্যক্রম বন্ধ থাকবে।

চাতলাপুর স্থল শুল্ক স্টেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ আব্দুল্লাহ আল মামুন জানান, ঈদের ছুটির মধ্যে বন্দরে যাতে কোনো ধরনের নাশকতামূলক বা অপ্রীতিকর ঘটনা না ঘটে সেজন্য বিজিবির পক্ষ থেকে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

তিনি বলেন, এখানে সীমিত পরিসরে কার্যক্রম চলবে। শুধু জরুরি পণ্যগুলো খালাস করা হবে। ঈদের দিন আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ থাকবে।

আব্দুল আজিজ/এসআর/এএসএম