নিজের বলে যাওয়া ঠিকানাতেও স্বজন মিলেনি, হিমঘরে পড়ে আছে মরদেহ
দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালের হিমঘরে চারদিন ধারে পড়ে আছে আব্দুল জব্বার (৫০) নামের এক ব্যক্তির মরদেহ। গত ১৫ জুলাই (বৃহস্পতিবার) বিকেলে হাসপাতালের পুরুষ সার্জারি ওয়ার্ডে তার মৃত্যু হয়।
এর আগে গত ১০ জুলাই (শনিবার) দিনাজপুর-ঢাকা মহাসড়কের যুব ভবন এলাকায় অসুস্থ অবস্থায় পড়ে থাকতে দেখে স্থানীয় বাসিন্দা শাহিনুর ও ওবাইদুর রহমান ওই ব্যক্তিকে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতাল ভর্তি করান। কিছুটা সুস্থ হয়ে উঠলে তিনি নিজের নাম আব্দুল জব্বার ও বাবার নাম দুলাল মোল্লা বলে জানান। তার বাড়ি যশোর জেলার শারর্শা উপজেলার শারর্শা ইউনিয়নে বলেও জানান তিনি।
গত ১৬ জুলাই (শুক্রবার) দুপুরে আব্দুল জব্বারের মৃত্যুর বিষয়টি দিনাজপুর কোতোয়ালী থানায় অবগত করেন হাসপাতাল কর্তৃপক্ষ। পুলিশ স্বজনদের কাছে মরদেহ হস্তান্তরের জন্য শারর্শা থানায় যোগাযোগ করেন। পুলিশ ওই এলাকায় খোঁজ নিয়ে জানান আব্দুল জব্বার নামে ওই গ্রামে কোনো ব্যক্তি থাকেননা। আব্দুল জব্বারে ছবি দেখালেও এলাকার মানুষ তাকে চিনতে পারেননি।
উদ্ধারকারী ওবাইদুর রহমান বলেন, অসুস্থ অবস্থায় উদ্ধার করে তাকে ভর্তি করানো হয়। পরে জানতে পারি তার নাম আব্দুল জব্বার। প্রতিদিনেই তার খোঁজখবর নিতাম। অনেক চেষ্টা করেছি তাকে বাঁচাতে। পুলিশের মাধ্যমে জানতে পারি আব্দুল জব্বারের ঠিকানা পাওয়া যায়নি। দিনাজপুরেই তাকে দাফনের ব্যবস্থা করা হচ্ছে।
দিনাজপুর কোতয়ালী থানার ওসি (তদন্ত) আসাদুজামান আসাদ বলেন, এখন পর্যন্ত মরদেহ হাসপাতালে মর্গে আছে। আব্দুল জব্বারের ফরেনসিক রিপোর্টে মাধ্যমে সকল তথ্য সংরক্ষণ করে রাখা হয়েছে। আনজুমানে মফিদুল ইসলামের মাধ্যমে মরদেহ দাফনের ব্যবস্থা করা হচ্ছে।
এমদাদুল হক মিলন/আরএইচ/এএসএম
সর্বশেষ - দেশজুড়ে
- ১ খালেদা জিয়ার আদর্শই হবে আমাদের আগামীর চালিকাশক্তি
- ২ বিএনপির ২ নেতাকে কুপিয়ে জখম, উপজেলা জামায়াত আমির গ্রেফতার
- ৩ চাঁপাইনবাবগঞ্জে নিম্নমানের খেজুর মজুত, দোকানির লাখ টাকা জরিমানা
- ৪ নির্বাচনি প্রচারণার প্রথম দিন মৌলভীবাজারে জনসভা করবেন তারেক রহমান
- ৫ সাংবাদিকদের নিয়ে বিতর্কিত মন্তব্য করে তোপের মুখে বদিউল আলম