ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

কাজীরহাট ঘাটে যানজট কমেনি, বেড়েছে দুর্ভোগ

জেলা প্রতিনিধি | পাবনা | প্রকাশিত: ০৯:৩৫ পিএম, ১৮ জুলাই ২০২১

পাবনার বেড়া উপজেলার কাজীরহাট ফেরিঘাটে পারাপারের অপেক্ষায় থাকা কোরবানি পশু এবং পণ্যবাহী যানবাহনের জট কমেনি। বেড়েছে দুর্ভোগ। কোরবানি পশু দ্রুত পার করার জন্য অনেক গরু ব্যবসায়ী নগরবাড়ি ঘাট হয়ে অবৈধভাবে নৌকায় পার হচ্ছেন। এতে নৌকাডুবি ও প্রাণহানির আশঙ্কা রয়েছে।

রোববার (১৮ জুলাই) দুপুরে কাজীরহাট ঘাটে গিয়ে দেখা যায়, বাধের হাট থেকে কাজীরহাট ঘাট পর্যন্ত ট্রাকের দীর্ঘ সারি। এসব ট্রাকে রয়েছে নানা রকম পণ্য ও কোরবানি পশু। যদিও কোরবানির পশুবাহী ট্রাকগুলো দ্রুত ফেরিতে ওঠানোর সিরিয়াল দেয়া হচ্ছে। এতে আটকা পড়েছে পণ্যবাহী ট্রাকের চালক-ব্যবসায়ীরা।

এদিকে ঘাটে অপেক্ষায় থাকা ট্রাক চালকরা জানান, বঙ্গবন্ধু সেতুতে যানজট। তাই তারা কাজীরহাট ঘাট হয়ে রাজধানীতে যেতে চেয়েছেন। কিন্তু এখানে এসেও সেই যানজটের কবলেই পড়েছেন। এ ঘাটে থাকা-খাওয়ার সমস্যা তো রয়েছেই তার ওপর বৃষ্টিতে বেকায়দার পড়েছেন। ট্রাকে থাকা মালামাল নষ্ট হবার আশংকায় রয়েছে।

jagonews24

ট্রাকচালক মগরেব আলী জানান, তিনি সোনা মসজিদ থেকে তিনদিন আগে এসেও ঘাটে পড়ে আছেন। তার ট্রাকে ধানের কুড়া আছে বলে জানান। সোনা মসজিদ থেকে ভুট্টা নিয়ে এসেছেন শুকুর ড্রাইভার, উজ্জ্বল ড্রাইভার নিয়ে যাচ্ছেন ভুট্টা, এনামুল ড্রাইভার নিয়ে যাচ্ছেন গম। তাদের মত অসংখ্য ড্রাইভার পণ্য বোঝাই ট্রাক নিয়ে ঘাটে ৩-৪ দিন ধরে পড়ে আছেন।

স্থানীয়রা জানান, শনিবার রাত নয়টার দিকে বিক্ষুব্ধ কিছু চালক ঘাট এলাকায় বিক্ষোভ করতে থাকেন। তারা ফেরি ঘাটের প্রবেশ পথে ট্রাক রেখে যান ফেরিতে উঠতে বাধা দেন। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

ফেরিতে দেখা গেছে, নদী পার হয়ে আরিচা যাওয়ার তেমন যাত্রী নেই। তবে ট্রাক ছাড়া কিছু প্রাইভেট কার, মাইক্রোবাস বা অ্যাম্বুলেন্স রয়েছে। ফেরিতে ঢাকা থেকে পাবনা মুখী অনেক যাত্রী আসতে দেখা গেছে।

jagonews24

কাজীরহাট ঘাটের খাদেম আব্দুল মজিদ মণ্ডল জানান, ঘাটের মসজিদে তিনি সার্বক্ষণিক থাকেন। এ দুর্ভোগ লাঘব করতে হলে এখানে আরও ফেরি দেয়া দরকার।

স্থানীয় রুপপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আবুল হাশেম উজ্জ্বল, মাসুমদিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মিরাজ হোসেন জানান, ফেরিঘাটে ভোগান্তি কমাতে হলে দ্রুত ২/১টি ফেরি সংযুক্ত করার কোনো বিকল্প নেই। তারা দ্রুত ফেরি সংযুক্ত করার দাবি জানান।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) কাজীরহাট ঘাটের ম্যানেজার মাহবুবুর রহমান জানান, ফেরির ট্রিপ সংখ্যা বাড়লে যানজট কমে যাবে। আরিচা-কাজীরহাট রুটে এখন তিনটি ফেরি চলাচল করছে। একটি ফেরি নষ্ট হওয়ায় গত এক মাস ধরে সেটি চলছে না।

jagonews24

আমিনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রওশন আলী জানান, পুলিশের দুটি টিম ঘাট এলাকায় অবস্থান করছে। তারা শৃঙ্খলা ও নিরাপত্তার বিষয়টি দেখভাল করছে।

এ ব্যাপারে বিআইডব্লিউটিএর ডিজিএম জিল্লুর রহমান জানান, লকডাউন শিথিল ও ঈদকে সামনে রেখে রাজধানী ছেড়ে আসা মানুষের চাপ বেড়েছে কাজীরহাটসহ সব ফেরিঘাটে। বিশেষ করে কাজীরহাট ঘাটে চাপ রয়েছে রাজধানী মুখি কোরবানির পশুবাহী ট্রাক চলাচলে। এ রুটে আরেকটি ফেরি সংযুক্ত করার চেষ্টা চললে বলে তিনি জানান।

আমিন ইসলাম/আরএইচ/জেআইএম